পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Eunuchs Attack Train Passengers : দাবি মতো টাকা অমিল, বৃহন্নলাদের হাতে আক্রান্ত দুই ট্রেন যাত্রী

চাহিদা মত টাকা না দেওয়ায় দুই ট্রেন যাত্রীকে মারধরের অভিযোগ উঠল একদল বৃহন্নলার বিরুদ্ধে (Two train passengers were attacked by Eunuchs) । ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে ।

Sonarpur News
বৃহন্নলাদের চাহিদা মতো টাকা না দেওয়ার আক্রান্ত দুই ট্রেন যাত্রী

By

Published : Apr 5, 2022, 9:16 AM IST

Updated : Apr 5, 2022, 11:12 AM IST

সোনারপুর, 5 এপ্রিল : কথায় বলে বৃহন্নলাদের আশীর্বাদ পেলে দিনটা নাকি ভালো যায় ৷ কোনও পরিবারে সন্তান জন্মানোর খবর পেলে সেখানে চলে যান বৃহন্নলারা ৷ নবজাতকের বাড়িতে পৌঁছে সদ্যোজাতকে আশীর্বাদ করে টাকাপয়সা রোজগার করে তাঁরা। ট্রেনে কিছু সামান্য় টাকার বিনিময়ে সাধরণ মানুষকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেও দেখা যায় ৷ কিন্তু এ যেন উলটোচিত্র ধরা পড়ল সোনারপুরে ৷ চাহিদা মত টাকা না দেওয়ায় দুই ট্রেন যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল বৃহন্নলার বিরুদ্ধে (Two train passengers were attacked by Eunuchs) । ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে ।

জানা গিয়েছে, ট্রেনে উঠে রীতিমত ট্রেন যাত্রীদের উপর অত্যাচার, তাঁদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ আগেই ছিল একদল বৃহন্নলার বিরুদ্ধে । এবার চাহিদা মত টাকা না দেওয়ায় দুই ট্রেন যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ৷ শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুজন হালদার ও তাঁর দিদি স্নেহলতা হালদার নামে দুই ভাই বোন । এ বিষয়ে আক্রান্তরা সোমবার রাতেই সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।

লোকাল ট্রেনের ভয়ানক অভিজ্ঞতার কথা শোনালেন স্নেহলতা

আরও পড়ুন : Baidyabati Affected Farmers : বৈদ্যবাটি লকগেট ভাঙায় জলমগ্ন কয়েক হাজার বিঘা জমি, ক্ষতিগ্রস্ত চাষিরা

পুলিশ সূত্রের খবর, বালিগঞ্জের কসবা এলাকার বাসিন্দা একই পরিবারের চার সদস্য লক্ষ্মীকান্তপুর এলাকার করণজলিতে গিয়েছিলেন ৷ সোমবার সন্ধ্যায় লক্ষ্মীকান্তপুর থেকে আপ শিয়ালদা লোকাল ধরে বাড়ি ফিরছিলেন । ট্রেনে একদল বৃহন্নলা ট্রেনে ওঠে । অন্যান্য যাত্রীদের মত তাঁদের কাছেও টাকা চায় । সামান্য কিছু টাকা দিলে তারা তা নিতে অস্বীকার করে ৷ পালটা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে । ঘটনার প্রতিবাদ করলে এক যুবককে বেধড়ক মারধর শুরু করে ওই বৃহন্নলাদের দলটি । ভাইকে মার খেতে দেখে দিদি এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় ।

স্নেহলতা হালদার বলেন, "করণজলি থেকে 5.10 এর ট্রেনে করে আমার মা, মামি, ভাই বাড়ি ফিরছিলাম ৷ তখন সুভাষগ্রাম ও সোনারপুেরর মাঝে দুই বৃহন্নলা ওঠে ৷ এরপর আমাদের কাছে এসে টাকা চায় ৷ আমার মা তাঁদের 10 টাকা দিলে, ওরা ওই টাকাটা নিতে অস্বীকার করে ৷ এরপর ভাইয়ের মাথা ঠুকে দেয় ৷ আমি ঘটনার প্রতিবাদ করি ৷ সেসময় তারা রেগে গিয়ে ওদের হাতে রাখা খুচরো পয়সা ছুঁড়ে আমার মাথায় মারে ৷ পয়সার আঘাতে আমার মাথা কেটে যায় ৷ এরপর ট্রেনের বাকি যাত্রীরা এই নিয়ে বললে ওনারা নেমে যায় ৷ সোনারপুর থানায় অভিযোগ জানানো হয়েছে ৷ আমরা যথেষ্ট আতঙ্কিত ৷" ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।

Last Updated : Apr 5, 2022, 11:12 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details