পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়নগরে ছাদের চাঙড় চাপা পড়ে মৃত ২ - two died

ছাদের চাঙর খসে মৃত ২।

a

By

Published : Mar 29, 2019, 5:19 PM IST

জয়নগর, ২৯ মার্চ : প্রতিবেশীর বাড়ির ছাদ ঢালাই দেখতে গিয়েছিলেন। সেইসময় ছাদের চাঙড় চাপা পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি জয়নগর থানার ষষ্ঠীতলা এলাকার। মৃতদের নাম সনাতন সর্দার (৪৬) ও সিদ্ধেশ্বর ব্যানার্জি (৬০)I

সনাতনবাবু ও সিদ্ধেশ্বরবাবুর প্রতিবেশী শ্রীমন্ত সর্দারের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় পাশের গ্রামের কয়েকজন সেই কাজ দেখতে গেছিলেন। তারা একটি বাড়ির ছাদে উঠে সেই কাজ দেখছিলেন। আচমকাই সেই ছাদ ভেঙে পড়ে। গ্রামবাসীরা ওই দুজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এছাড়াও ভূতনাথ ব্যানার্জি নামের এক যুবকের সামান্য আঘাত লাগে। জয়নগর থানার পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details