পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুলতলিতে SUCI-তৃণমূল যুব সংঘর্ষ, মৃত 2 - কুলতলিতে SUCI-র সঙ্গে সংঘর্ষ তৃণমূল যুব কংগ্রেসের

জমি দখলকে কেন্দ্র করে SUCI-র সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সংঘর্ষ ৷ ঘটনায় দু'পক্ষেরই একজন করে কর্মীর মৃত্যু হয়েছে ৷

Two died
মৃত কর্মী

By

Published : Jul 4, 2020, 10:43 AM IST

Updated : Jul 4, 2020, 11:15 AM IST

কুলতলি, 4 জুলাই : জমি দখলকে কেন্দ্র করে SUCI-র সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সংঘর্ষ ৷ ঘটনায় দু'পক্ষেরই একজন করে কর্মীর মৃত্যু হয়েছে ৷ তৃণমূল যুব কংগ্রেসের মৃত কর্মীর নাম অশ্বিনী মান্না(45) ৷ SUCI-র মৃত কর্মীর নাম সুধাংশু জানা(35) ৷ সংঘর্ষে জখম আরও 15 জন ৷ তাদের মধ্যে ভোলানাথ গিরি নামে তৃণমূল যুব কংগ্রেস কর্মীর অবস্থা গুরুতর ৷ কুলতলির মইপিট বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷

গত নির্বাচনে মইপিট বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতে 19টি আসনের মধ্যে SUCI পায় 11 টি ৷ CPI(M)-এর দখলে আসে সাতটি আসন ৷ আর তৃণমূল কংগ্রেস একটি আসন পায় ৷ তাই SUCI-র 11 জন ও CPI(M)-এর চারজন সদস্য নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করা হয় ৷ তারপর থেকেই তৃণমূল-SUCI ঠান্ডা লড়াই শুরু হয় ৷

অন্যদিকে, গত দু'দিন ধরে একটি জমি দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিবাদ শুরু হয় ৷ অভিযোগ, ওই জমি দখলকে কেন্দ্র করে গতকাল SUCI-র কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ৷ সেই ঘটনারই প্রতিবাদ জানাতে যায় SUCI ৷ আর তখনই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ তাতে গুরুতর জখম হয় তৃণমূল যুব কংগ্রেসের অশ্বিনী, ভোলানাথ এবং SUCI-র সুধাংশু-সহ 18 ৷

আজ সকালে মৃত্যু হয় তৃণমূল যুব কংগ্রেসের অশ্বিনী মান্না ও SUCI-র সুধাংশু জানার ৷ পাশাপাশি ভোলানাথ গিরির অবস্থা গুরুতর হওয়ায় তাকে বারুইপুর হাসাপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে কুলতলিতে উত্তেজনা ছড়িয়েছে ৷ খবর পেয়ে ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে ৷ এছাড়াও কুলতলির বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ মানুষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷

Last Updated : Jul 4, 2020, 11:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details