পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় পতাকা লাগানোয় মারধর BJP কর্মীকে, অভিযুক্ত তৃণমূল - police

দু'দিন আগে ক্যানিংয়ে সভা ছিল অমিত শাহর । আর তাই এলাকায় দলীয় পতাকা লাগিয়েছিলেন BJP কর্মী দীপঙ্কর গায়েন । আজ তাই তাঁকে রাস্তায় ফেলে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ ।

আক্রান্ত BJP কর্মী

By

Published : May 15, 2019, 3:08 PM IST

ক্যানিং, 15 মে : ক্যানিংয়ে অমিত শাহর সভার জন্য দলীয় পতাকা লাগানোর অভিযোগে মারধর করা হল BJP কর্মীকে । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি জয়নগর লোকসভা কেন্দ্রের জীবনতলা থানা এলাকার ।

জখম BJP কর্মীর নাম দীপঙ্কর গায়েন । তিনি বলেন, "আজ সকালে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কয়েকজন তৃণমূল কর্মী আমার উপর হামলা চালায় । ওরা গালাগালি দিয়ে বলে BJP-র পতাকা কেন টাঙিয়েছি । তারপরই আমার জামার কলার ধরে টানতে টানতে আমাকে রাস্তায় নিয়ে যায় । রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারে । মাটিতে ফেলে থাপ্পড়, ঘুষিও মারে ।" খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । তারপর তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

স্থানীয় BJP নেতা জানান, দু'দিন আগে ক্যানিংয়ে অমিত শাহর সভা ছিল । সেই সভার প্রচার চলাকালীন সুভাষ গায়েন নামে এক BJP কর্মীকে মারধর করা হয় । এলাকায় BJP-র পতাকা ও ফেস্টুন লাগিয়েছিল দীপঙ্কর । আজ আবার তার উপরেও হামলা চালায় তৃণমূলের গুন্ডারা ।

এই ঘটনায় BJP-র তরফে নির্বাচন কমিশনের পাশাপাশি থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । অন্যদিকে, তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।

ABOUT THE AUTHOR

...view details