পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজপুর -সোনারপুর - rajpur

প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । এবার এলাকার উন্নয়ন কে করবেন, তা নিয়েই বাঁধল ঝামেলা ।

ছবি
ছবি

By

Published : Jun 1, 2020, 10:05 AM IST

Updated : Jun 1, 2020, 10:11 AM IST

সোনারপুর, 1 মে : আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । এবার এলাকার উন্নয়ন কে করবেন, তা নিয়েই বাঁধল ঝামেলা ।

রাজপুর সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা সঞ্জিৎ চট্টোপাধ্যায় ও ওয়ার্ড সভাপতি মলয় মুখোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে গতকাল রাতে ঝামেলায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে আজ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ৷

সঞ্জিৎ চট্টোপাধ্যায় ও মলয় মুখোপাধ্যায় গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ

সঞ্জিৎ চট্টোপাধ্যায়ের দাবি এলাকার উন্নয়নের জন্য তিনি কর্মীদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন ৷ সেই সময় মস্তান বাহিনী নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় ৷ আবার পালটা 30 নম্বর ওয়ার্ড তৄণমুল কংগ্রেসের সভাপতি মলয় মুখোপাধ্যায় একই অভিযোগ এনেছেন সঞ্জিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তিনি জানিয়েছন, তাঁরা উন্নয়নের কাজ করছিলেন ৷ সেই কাজে বাধা দেওয়া হয় ও তাঁদের উপর হামলা চালানো হয় ৷

Last Updated : Jun 1, 2020, 10:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details