পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP করার 'অপরাধ', 12টি বাড়ি ভাঙচুর তৃণমূলের

ক্যানিং থানার রাজারলাঠপাড়ায় BJP কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিল্টু হালদার নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

BJP করার 'অপরাধ', 12টি বাড়ি ভাঙচুর তৃণমূলের

By

Published : Jul 3, 2019, 11:43 AM IST

ক্যানিং, 3 জুলাই : BJP করার অপরাধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি ক্যানিং থানার রাজারলাঠপাড়ার । হামলার জেরে বাড়ি ছেড়ে পালান BJP কর্মী সমর্থকরা । পরে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থানে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিল্টু হালদার নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গতকাল গভীররাতে এলাকার যুব তৃণমূল নেতা পরেশ দাস ঘনিষ্ঠ অরিত্র বসু প্রায় 30 থেকে 35 জন তৃণমূল কর্মীদের নিয়ে এসে ওই এলাকায় হামলা চালায় বলে অভিযোগ । হামলার পাশাপাশি কয়েকটি বাড়িতে লুটপাটও চালানো হয় ।

BJP নেতা অসিত দাস, অরিত্র বসুর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "30 থেকে 35 জনকে সঙ্গে নিয়ে অরিত্র বসু এলাকার 12 থেকে 15টি বাড়িতে ভাঙচুর চালায় । ভাঙচুরের পাশাপাশি কয়েকটি বাড়িতে লুটপাটও চালায় ।"

যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ক্যানিংয়ের যুব তৃণমূল নেতা পরেশ দাস জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । তিনি বলেন, "পুলিশ সঠিক তদন্ত করলে সব পরিষ্কার হয়ে যাবে । BJP মিথ্যা অভিযোগ করছে ।"

ABOUT THE AUTHOR

...view details