কুলতলি, 18 মে : ভোটারদের উপর হামলা চালাল দুষ্কৃতীরা ৷ ঘটনায় জখম হয় তিন মহিলা সহ সাতজন ৷ কুলতলির মেরিগঞ্জের 1/13 নম্বর বুথের ঘটনা ৷
কুলতলিতে ভোটারদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল - accused
ভোটারদের উপর হামলা ৷ অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ জখম তিন মহিলা সহ সাতজন ৷
আক্রান্ত ভোটার
আজ 1/13 বুথে ভোট দিতে যাচ্ছিলেন কুলতলির মেরিগঞ্জের কয়েকজন বাসিন্দা ৷ অভিযোগ, সেই সময় রাস্তায় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা ৷ ঘটনায় জখম হন তিন মহিলা সহ সাতজন ৷ তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ৷
ঘটনায় আতঙ্কিত হয়ে ভোট না দিয়েই ফিরে আসেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷