সুন্দরবন, 2 জুন : ঘূর্ণিঝড় যশ কার্যত তছনছ করে দিয়েছে গোসাবার একাধিক অঞ্চল । নদীতে পাকা বাঁধ না থাকায় প্রবল জলস্ফীতির কারণে একাধিক জায়গায় অস্থায়ী নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম ৷
বানভাসি মানুষদের জন্য ত্রাণ বিলির কাজ চলছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে । কিন্তু গ্রামবাসীদের আবেদন, ত্রাণ চাই না আমরা, চাই কংক্রিটের নদী বাঁধ । এই দাবি নিয়েই আজ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবার গ্রামবাসীরা নদী বাঁধের উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ গোসাবা বিধানসভার পাখিরালা, দয়াপুর, সাতজেলিয়া, লাহিরিপুর-সহ একাধিক এলাকার মানুষদের একটাই দাবি চাই পাকাপোক্ত কংক্রিটের নদী বাঁধ ।