বাসন্তী, 31 মার্চ : রাস্তা ঢালাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। বাসন্তী থানার কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের শিমূলতলার ঘটনা। সংঘর্ষে চারজন গুরুতর জখম হয়েছেন।
রাস্তা ঢালাইকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম 4 - tmc clash
রাস্তা ঢালাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাঁধে। জখম 4। দুই পক্ষই থানায় অভিযোগ জানিয়েছে। তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। গতকাল যুব তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে এই রাস্তার কাজ হচ্ছিল। এক ব্যক্তি অভিযোগ তোলেন, তাঁর বাড়ির জায়গা দিয়ে রাস্তা যাচ্ছে। সেই ব্যক্তি রাস্তা তৈরির কাজে বাধা দিলে তাঁকে সমর্থন করে এগিয়ে আসেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁরা এসে রাস্তার কাজ আটকান বলে অভিযোগ। এরপর তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। বচসার পর হাতাহাতি বেঁধে যায়। সংঘর্ষে জখম হয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের চারজন। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মন্টু গাজির অনুগামীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার যুব তৃণমূল কংগ্রেস নেতা আমানুল্লা লস্কর। দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।