সুন্দরবন, 2 জুন :ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে সুন্দরবনে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ ৷ বাসা হারিয়েছে পক্ষীকুলও ৷ নীড়হারা পাখিদের বাসা ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন এক পরিবেশপ্রেমী যুবক ৷ গাছে কৃত্রিম বাসা তৈরিতে ব্যস্ত তিনি ৷
একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে সুন্দরবনের উপর । যার জেরে বিপর্যস্ত সুন্দরবনের মানুষজন-সহ অন্যান্য জীবকুল । বিভিন্ন সময়ে সুন্দরবনের বুকে আছড়ে পড়া প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কখনও অনাহারে হারাতে হচ্ছে প্রাণ । কখনও বা বেঁচে থাকার আশ্রয়টুকুও হারাতে হচ্ছে ।প্রকৃতির খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে অনেককেই । চিরাচরিত ভাবে এমনই চলে আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবনে ।
উত্তর ও দক্ষিণ 24 পরগনার 19টি ব্লক নিয়ে সুন্দরবন । ছোট-বড় মিলিয়ে বর্তমানে 102টি দ্বীপ রয়েছে । প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস । এ ছাড়াও রয়েছে বন্যপ্রাণী ও বিভিন্ন ধরনের পক্ষীকুল । বিগত দিনের আয়লা, ফণি, বুলবুল, আম্ফানের মতো প্রাকৃতিক বিপর্যয় ‘যশ’ও সমগ্র সুন্দরবনের উপকুল এলাকায় তাণ্ডব চালিয়েছে 26 মে । জলোচ্ছ্বাস ও নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সমগ্র সুন্দরবন । প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনবাসী ।