বারুইপুর, 2 সেপ্টেম্বর: ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষক, শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা। আন্দোলন, বিক্ষোভ ছাড়া উপায়ও নেই। ডিএ-র দাবি নয়, এবার স্কুলের পাশে ময়লা আবর্জনা দূর করতে ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামলেন শিক্ষক-শিক্ষিকারা।
দক্ষিণ 24 পরগনার বারুইপুর সীতাকুণ্ড রোডের অন্তর্গত মাদারাট পপুলার অ্যাকাডেমি স্কুল ৷ দীর্ঘদিন ধরে সেই স্কুলের পাশে বিশাল আবর্জনার স্তূপ।
বারুইপুর স্টেশন সংলগ্ন বারুইপুর-মাদারাট রোডে একটি স্কুলের সামনে জনবহুল রাস্তার পাশে আবর্জনা ফেলতে ফেলতে স্তূপ হয়ে গিয়েছে। দুর্গন্ধ আর নোংরার জন্য ওই রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসহ হয়ে উঠেছে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা এবং এই রাস্তায় চলাচল করা মানুষজনের।
একাংশের কথায়, এখানে প্রতিদিন পৌরসভার গাড়ি আসে এবং সব বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে। তা সত্ত্বেও কিছু মানুষ এখানে এসে আবর্জনা ফেলে যান।
আবার কারও কারও অভিযোগ, বহুদিন ধরেই এখানে নোংরা ফেলা হয়। পৌরসভা এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরকে বারংবার বলেও এই নোংরা সরিয়ে নেওয়ার কোনও উদ্যোগ নেয়নি। প্রশ্ন হল, যদি রোজ পৌরসভার গাড়ি প্রত্যেক বাড়ি থেকে নোংরা সংগ্রহ করে, তবে এখানে এত নোংরার স্তূপ হল কীভাবে? তাই যদি হয়, তবে পৌরসভার উচিত এই বিষয়ে কঠোর কোনও ব্যবস্থা নেওয়া। আর যদি রোজ গাড়ি না-আসে তবে সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে বিষয়টা ভালো করে জেনে সেই মতো ব্যবস্থা নেওয়া।