পাথরপ্রতিমা, 17 এপ্রিল:গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা ঠিক নেই বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁকে ডাবের জল খাওয়ারও পরামর্শ দেন সুকান্ত ৷ সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন মথুরাপুর থেকে মমতাকে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি ৷
উল্লেখ্য, 14 এপ্রিল বীরভূমের সিউড়ির জনসভা থেকে অমিত শাহ বলেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে 35টি আসন পেলে আর 2025 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য নিয়েই এদিন তাঁকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রশ্ন, লোকসভা ভোটে 35টি আসন পেলে রাজ্যে নির্বাচিত সরকার ভেঙে যাবে এই কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী করে বলতে পারেন ৷ সংবিধানের শপথ নেওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলায় এদিন তাঁর পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী ৷