পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরকীয়া জানাজানি হতেই অবসাদে আত্মহত্যা ? উদ্ধার আইসিডিএস কর্মীর দেহ - মানসিক অবসাদ

আইসিডিএস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল পাথরপ্রতিমা ঢোলাহাট থানার দক্ষিণ দুর্গাপুর এলাকায় । বিবাহ বহির্ভূত সম্পর্ক জানাজানি হতেই মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে ৷

suicide over extra marital affair? ICDS worker's hanging body recovered at south 24 parganas
পরকীয়া জানাজানি হতেই অবসাদে আত্মহত্যা ? উদ্ধার আইসিডিএস কর্মীর দেহ

By

Published : Jul 22, 2021, 11:37 AM IST

পাথরপ্রতিমা, 22 জুলাই : আইসিডিএস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পাথরপ্রতিমা ঢোলাহাট থানার দক্ষিণ দুর্গাপুর এলাকায় । স্বামী ও ছেলেকে নিয়ে তিনি দক্ষিণ দুর্গাপুর হালদারপাড়ায় থাকতেন বছর ঊনচল্লিশের ওই মহিলা। দক্ষিণ দুর্গাপুর 4 নম্বর ঘেরি দাশপাড়ার 303 নম্বর সেন্টারের শিক্ষিকা ছিলেন তিনি । তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানাজানি হতেই মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আইসিডিএস কর্মী দীর্ঘদিন ধরেই এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন । কিছুদিন আগেই ওই কর্মীর সঙ্গে সেই ব্যক্তির ঘনিষ্ঠ অবস্থার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এলাকায় । যার জেরে বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই আইসিডিএস কর্মী ৷

আরও পড়ুন:বিরাটিতে খুন তৃণমূল কর্মী, হাসপাতালে আটক এক দুষ্কৃতী

শিক্ষিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি এলাকার মানুষজন । তাঁর কাছে নিজেদের ছেলেমেয়েকে পড়তে পাঠাবেন না বলে সিদ্ধান্ত নেন স্থানীয় বাসিন্দারা । গতকাল এই বিষয়টি নিয়ে পাড়ার লোকেরা আলোচনায় বসেন । এর পরই গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান ওই আইসিডিএস কর্মী । সকালবেলা পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে গোবদিয়া নদীর মিলন সেতু সংলগ্ন জঙ্গল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ।

আরও পড়ুন:মমতার সফরের আগে লক্ষ্মীবারে সুখেন্দুশেখরের দিল্লির বাড়িতে অভিষেক-মুকুল-যশবন্ত

ঢোলাহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই কর্মীকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছে তাঁর একমাত্র ছেলে ৷ ভিডিয়োটি ভাইরাল হতেই এক সপ্তাহ ধরে ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার ৷ যার জেরেই এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details