ডায়মন্ড হারবার, 18 মে : করোনা আবহে রাজ্যজুড়ে জারি হয়েছে লকডাউন । কার্যত জনমানব শূন্য রাস্তা । দিনের-পর-দিন করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে 147 জনের মৃত্যু হয়েছে করোনাতে । রাজ্যের সমস্ত প্রান্তে সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত বাজার-হাট খোলা নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । প্রয়োজন না থাকলে কোনও সাধারণ মানুষ যেন রাস্তাঘাটে না বের হন, এমনটাই নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার ।
রাজ্য সরকারের সমস্ত বিধি-নিষেধ মানা হচ্ছে কি না, তা সরজমিনে খতিয়ে দেখলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা । দক্ষিণ 24 পরগনার এই মহকুমা শহরে সকাল 10টার পরেও যে সকল দোকান খোলা ছিল, সেই সকল দোকানের ব্যবসায়ীদের দোকান বন্ধ করার অনুরোধ করেন মহকুমা শাসক । মাস্ক ছাড়া যে সকল মানুষ রাস্তায় বের হয়েছেন, তাঁদের জন্য করার শাস্তি সম্মুখীন হতে হল । কান ধরে রাস্তার মাঝখানে উঠবোস করাল পুলিশ-প্রশাসন।