পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Telescope in Jaynagar School: জয়নগরের স্কুলে বসল টেলিস্কোপ, ইসরোর সাফল্য থেকে অনুপ্রাণিত ?

Sri Krishna Primary School Introduces Telescope: ইসরোর মহাকাশ গবেষণায় সাফল্যের পরই জয়নগরের স্কুলে বসল টেলিস্কোপ ৷ এই যন্ত্র নিয়ে অতি উৎসাহ পড়ুয়াদের মধ্যে ৷ টেলিস্কোপে চোখ রেখে এখন মহাকাশ জগতে সফর করছে খুদেরা ৷ পরিচিত হচ্ছে গ্রহ ও উপগ্রহদের সঙ্গে ৷ কাছ থেকে দেখছে চাঁদ মামাকেও ৷

Telescope in Jaynagar School
স্কুলে বসল টেলিস্কোপ

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 3:29 PM IST

Updated : Sep 21, 2023, 7:37 PM IST

মহাকাশ সম্পর্কে জ্ঞান বাড়াতে স্কুলে বসল টেলিস্কোপ

জয়নগর, 21 সেপ্টেম্বর:চাঁদের মাটিতে পা রেখে ইতিহাস গড়েছে ভারত ৷ চন্দ্রযান-3 এর সফল অভিযান ইসরোর মুকুটে যোগ করেছে নয়া পালক । মহাকাশ গবেষণায় ইসরোর অভূতপূর্ব এই সাফল্যে উচ্ছ্বসিত সারাদেশ-সহ বাংলার মানুষ ৷ আর এই চন্দ্রাভিযান থেকেই অনুপ্রাণিত হয়ে অভিনব উদ্যোগ নিল জয়নগর মজিলপুর পৌরসভার একটি স্কুল ৷ শ্রীকৃষ্ণ প্রাথমিক অবৈতনিক বিদ্যালয়ের ছাদে বসানো হল টেলিস্কোপ । শুধু পুঁথিগত শিক্ষা নয়, শৈশব থেকেই মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ-নক্ষত্রের প্রতি শিশুদের আগ্রহ তৈরি করতে এবং ব্যবহারিক জ্ঞান বাড়াতে এই নতুন পদক্ষেপ নিল স্কুল কর্তৃপক্ষ ৷

প্রাথমিক স্কুলের ছাদে বসল টেলিস্কোপ

জানা গিয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগেই এই টেলিস্কোপ বসানো হয়েছে স্কুলে । যার মাধ্যমে পড়ুয়ারা নজর রাখতে রাখছে মহাকাশে । টেলিস্কোপে চোখ রেখে পরিচয় করছে শনি, মঙ্গল থেকে চাঁদের সঙ্গে ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর মণ্ডল বলেন, "মহাকাশ নিয়ে চতুর্থ শ্রেণির একটি অধ্যায় রয়েছে । পড়ানোর সময় আমরা দেখেছি যে পড়ুয়ারা শুধু জানছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না । তাদের আকাশ চেনাতে পাড়ছি না ৷ তাই শিক্ষকদের উদ্যোগে বৃহস্পতি, মঙ্গল, শনিকে চেনানোর জন্য আমরা বিদ্যালয়ের একটি টেলিস্কোপের ব্যবস্থা করেছি । এই টেলিস্কোপের মাধ্যমে পড়ুয়ারা বিভিন্ন গ্রহকে তাদের নিজে চোখে দেখতে পাচ্ছে । এর ফলে পড়াশোনার মান আরও উন্নত হচ্ছে । নিজের চোখে দেখলে অধ্যায় অতি সহজে নিজেদের আয়ত্তে আনতে পারবে পড়ুয়ারা ।"

টেলিস্কোপে রাতের আকাশে চাঁদ তারা দেখছে পড়ুয়ারা

বিদেশের বিভিন্ন স্কুলে মহাকাশ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিসর বাড়াতে টেলিস্কোপের ব্যবস্থা রয়েছে । জয়নগরের প্রান্তিক স্কুলে এই উদ্যোগ প্রথম ও অভিনব ৷ ইতিমধ্যে একদিন রাতে পড়ুয়াদের স্কুলে ডেকে চাঁদ তারা দেখানো হয়েছে ৷ তবে একটিমাত্র টেলিস্কোপ ৷ তাই একবারে এত পড়ুয়াদের একসঙ্গে একটি গ্রহ দেখানো সম্ভব হয়েছে ৷ পরে আরও কিছু গ্রহ ও উপগ্রহকে দেখানো হবে ৷ এর জন্য পড়ুয়াদের আবারও রাতে স্কুলে ডাকা হবে বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন ৷ তাদের সঙ্গে শিক্ষকরাও উপস্থিত থাকবেন স্কুলে ৷ দীপঙ্কর মণ্ডলের কথায়, "শিক্ষকদের ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব হয় ৷"

টেলিস্কোপের উদ্যোগকে সাধুবাদ অভিভাবকদের

ছাত্রছাত্রীরা টেলিস্কোপের মাধ্যমে হাতের কাছে চাঁদ,তারাদের দেখতে পেয়ে ভীষণ খুশি ৷ তিনি বলেন, "ছাত্রছাত্রীরা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পাচ্ছে, শনির বলয় দেখতে পাবে, এতে তারা প্রচণ্ড খুশি ৷ পড়ার বইয়ের ছবির সঙ্গে মিলিয়ে নিজের চোখে মহাকাশ দেখছে শিশুরা ৷ এই অভিজ্ঞতা বাচ্চারা জীবনে ভুলতে পারবে না ৷" দিনেরবেলা টেলিস্কোপে চাঁদ তারা দেখা যায় না ৷ তার জন্য রাতে পড়ুয়াদের স্কুলে আসা নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, "অভিভাবকরা খুব সহায়তা করছে ৷ তারাই দায়িত্ব নিয়ে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসে আবার ফিরিয়ে নিয়ে যায় ৷ এমনকী লোকবলের প্রয়োজন হলেও অভিভাবকরা সাহায্য করে ৷" খুদে পড়ুয়াদের মহাকাশের প্রতি আগ্রহ বাড়াতে টেলিস্কোপের উদ্যোগকে বাহবা জানাচ্ছেন অভিভাবকরা ৷

আরও পড়ুন:‘ইন্ডিয়া ইস অন দ্য মুন’, চাঁদের দেশে চন্দ্রযান

অভিভাবক বিজয় মণ্ডল বলেন, "আমার মেয়ে এই স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে ৷ শ্রীকৃষ্ণ প্রাথমিক অবৈতনিক বিদ্যালয় শিক্ষকদের টেলিস্কোপ লাগানোর প্রয়াসকে আমি কুর্নিশ জানাই ৷ পশ্চিমবঙ্গের অন্য কোনও প্রাথমিক বিদ্যালয়ে টেলিস্কোপ আছে বলে আমার জানা নেই ৷ স্কুলের এই উদ্যোগে আমরা গর্ববোধ করছি ৷ এই স্কুলে বাচ্চাদের ভরতিতে আরও উৎসাহ দান করেছে টেলিস্কোপ ৷ এরই মধ্যে টেলিস্কোপ দিয়ে বাচ্চাদের চাঁদ দেখানো হয়েছে ৷ এর ফলে চাঁদের ব্যাপারে ভুল ধারনা ও কুসংস্কারগুলি তাদের মন থেকে মুছে যাচ্ছে ৷ বিজ্ঞানের এই প্রযুক্তি ব্যবহার করে শিক্ষকরা আমাদের বাচ্চাদের উন্নতি ও সমৃদ্ধি করেছে ৷ আমরাও এই উদ্যোগে খুব খুশি হয়েছি ৷ এর জন্য স্কুলকে ধন্যবাদ জানাই ৷"

আকছার খবরের শিরোনামে উঠে আসে প্রাথমিক বিদ্যালয়গুলির বেহাল অবস্থার ছবি । কোথাও ছাদ ভেঙে পড়েছে, কোথাও ঝুলছে চাঙড়, কোথাও আবার ঘর না পেয়ে আকাশের নীচেই পাঠশালা। এরই মাঝে ইতিবাচক এক ছবি ৷ টেলিস্কোপে চোখ খুদে পড়ুয়াদের ৷ মহাকাশের রহস্য জানার আগ্রহ ৷ পরিকাঠামোগত জট কাটিয়ে জয়নগরের স্কুল অনেকটা যেন মরুদ্যানের মতোই কাজ করছে ৷

Last Updated : Sep 21, 2023, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details