নামখানা, 15 ফেব্রুয়ারি:একেই মনে হয় বলে 'কপালে ফের' (Specially Abled Youtuber Died in a Road Accident) ৷ অভাবের সংসারে ধীরে ধীরে ইউটিউব থেকে হাল ফিরছিল ৷ সব কিছু ঠিক হওয়ার আগেই ছন্দ পতন ঘটল ৷ প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইউটিউবে নিজের একটি চ্যানেল তৈরি করেছিলেন ৷ সেই চ্যানেলের সাবাস্ক্রাইবার হয়ে গিয়েছিল লক্ষাধিক ৷ ইউটিউবে বেশ পরিচিতি লাভও করেছিলেন। ধীরে ধীরে ফিরছিল সুদিন। তার মাঝেই ঘটে গেল অঘটন । মঙ্গলবার বিকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 22 বছর বয়সি ইউটিউবার অমিত মণ্ডলের ।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত। ঘটনায় অমিত-সহ 3 জন জখম হন । অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভরতি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমিত। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আচমকাই ছন্দপতন।
আরও পড়ুন: জীবনের অভিজ্ঞতা নিয়ে ভিডিয়ো তৈরি করে ইউটিউবার চিন্নু আন্টি ফলোয়ার 32 লক্ষ
জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জের শিবপুরের বাসিন্দা অমিত মণ্ডল (South 24 parganas News) । একটা সময় অভাব ছিল নিত্যসঙ্গী । সংসারের ভার বইতে বাবা-মা সাফাইয়ের কাজ করতেন । বিশেষভাবে সক্ষম ছিলেন অমিত। তা সত্ত্বেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন । চাইতেন পড়াশোনা করতে । ভরতি হয়েছিলেন কলেজের প্রথম বর্ষে । সেই সঙ্গে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ইউটিউবকে । নিয়মিত ভ্লগ বানাতেন অমিত । ইউটিউবে তাঁর তিনলক্ষের বেশি সাবস্ক্রাইবার । ফলে ধীরে ধীরে আর্থিক সমস্যা কাটছিল । হাসি ফুটছিল পরিবারের মুখে ৷ পরিশ্রম করে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন । আচমকাই ছন্দপতন ।এই ভিডিয়োগুলিতে হাজার হাজার ভিউ ছিল। ধীরে ধীরে খ্যাতি চূড়ায় পৌঁছনোর লক্ষ্যে এগোচ্ছিলেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু, সেই খ্যাতি, বহু পরিশ্রমের ফসল উপভোগ করা হল না।