ডায়মন্ড হারবার, 16 ডিসেম্বর: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2023 । গত দু'বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের ভিড় হবে সাগর তীরে ৷ মেলাকে মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়ে গিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে । একাধিকবার জেলার আধিকারিকগণ প্রস্তুতি খতিয়ে দেখছেন । সাগর মেলায় আসা পুণ্যার্থীদের জন্য চিকিৎসা পরিষেবায় কোনও প্রকার খামতি রাখতে চাইছে না জেলা স্বাস্থ্য বিভাগ(Special Attention of District Health Department on the Treatment of Pilgrims at Gangasagar Mela)।
গঙ্গাসাগর মেলায় এবার থাকছে ঢালাও চিকিৎসা পরিষেবা । এই বিষয়ে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএওএইচ ডা: জয়ন্ত কুমার সুকুল জানান, এবার স্বাস্থ্য পরিষেবার জোর দেওয়া হবে সর্বাধিক । 9 থেকে 23 জানুয়ারির মধ্যে সাগর মেলা উপলক্ষে 103জন মেডিক্যাল অফিসার উপস্থিত থাকবেন মেলার বিভিন্ন জায়গায় । এর মধ্যে থাকছেন 18জন বিশেষজ্ঞ চিকিৎসক । এছাড়াও প্রয়োজনে অন্যান্য স্বাস্থ্য জেলা থেকে আনা হবে অতিরিক্ত চিকিৎসক । সাগর মেলার 5টি পয়েন্টে থাকছে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র । লট নং 8, কচুবেড়িয়া, নারায়ণপুর পিএইচসি, বেণুবন, সাগর মেলা গ্রাউন্ডে থাকবে এই কেন্দ্রগুলি ।