সাগর, 27 ফেব্রুয়ারি:স্কুলের ভগ্নপ্রায় অবস্থা ৷ পড়ুয়া আসে দু-এক জন ৷ দুজন শিক্ষিকাকে নিয়ে চলছে স্কুল (Dilapidated Condition of School)। এমনই বেহাল দশা পুরুষোত্তমপুর ধবলাট গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর মনসা সেবা সদন এসএসকে স্কুলের (South 24 Parganas News)।
2002 সালে গঙ্গাসাগরের ধবলাট গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর মানব সেবা সদন এসএসকে স্কুল চালু হয় । প্রথমে পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রী থাকলেও পরবর্তী সময়ে সেই সংখ্যাটা একেবারেই কমে যায় ৷ স্কুলের খাতায় 11 জন পড়ুয়ার নাম থাকলেও রোজ স্কুলে আসে দু থেকে তিনজন ছাত্রছাত্রী ৷ কোনওদিন আবার সেই সংখ্যাটা একে গিয়েও দাঁড়ায় । দুজন শিক্ষিকা নিয়ে কোনও রকমে চলছে স্কুল ।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের শিক্ষাব্যবস্থা ঠিকঠাক না হওয়ার কারণেই তাঁরা পার্শ্ববর্তী এলাকায় রামকৃষ্ণ মিশনের উপর ভরসা করে সেখানে ছেলেমেয়েদের ভর্তি করছেন ৷ অন্যদিকে, ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকার কারণে মিড ডে মিলও রোজ হয় না ৷ তবে ওই স্কুলের শিক্ষিকার দাবি, স্কুলের এমন অনেক পড়ুয়া আছেন যাদের স্কুলের খাতায় নাম রয়েছে, প্রতি বছর তাদের সরকারি সার্টিফিকেটও প্রদান করা হয় ৷ কিন্তু কোনওদিনই সেই সমস্ত পড়ুয়া স্কুলে আসে না, তারা সবাই পার্শ্ববর্তী মিশনে ভর্তি হয়েছে ৷