বকখালি, 20 মে : আমফানে ক্ষয়ক্ষতি এড়াতে গত দু'দিন ধরে বকখালির উপকূলবর্তী এলাকা খালি করার জন্য মাইকে প্রচার চালানো হচ্ছিল । প্রাথমিকভাবে নিজেদের ঘর-বাড়ি ও ব্যবসা ছেড়ে যেতে অনেকেই রাজি হচ্ছিলেন না । কিন্তু আজ সকাল থেকে সমুদ্র নিজের রূপ বদলালে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা । পাশাপাশি তৎপর হয় প্রশাসনও । আসরে নেমে খালি করতে শুরু করে বকখালির উপকূলবর্তী এলাকা ।
আজ বিকেলের মধ্যে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন আমফান । তার জেরে দু'দিন আগে থেকেই আবহাওয়া অফিসের তরফে বিপদ সংকেত জারি করা হয়েছে । সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি খালি করতে বলা হয়েছে । মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । আবহাওয়া অফিসের এই সতর্কবার্তা পাওয়ার পর থেকেই বকখালির উপকূলবর্তী এলাকা খালি করে দেওয়ার জন্য মাইকে প্রচার করছিল প্রশাসন । কিন্তু তারপরও ঘরবাড়ি ও ব্যবসা ছেড়ে অনেকেই যেতে রাজি ছিলেন না ।