সোনারপুর, 4 নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল পুলিশ ৷ সোনারপুরের পোলঘাটের ঘটনা ৷
সোনারপুরে নাবালিকার বিয়ে রুখল পুলিশ - বারুইপুরের সীতাকুন্ডপ এলাকার যুবক
সোনারপুরের পোলঘাটের ঘটনা ৷ নিজের পছন্দ করা বারুইপুরের সীতাকুণ্ডপ এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাবালিকার ৷ গোপন সূত্রে খবর পেয়ে বিয়ে রুখল পুলিশ ৷
বারুইপুরের সীতাকুণ্ডপ এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাবালিকার ৷ নিজেরই পছন্দ করা পাত্র ৷সেইমতো শুরু হয় বিয়ের অনুষ্ঠান ৷ খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাজিদা বিবিকে সঙ্গে নিয়ে নাবালিকার বাড়িতে হাজির হয় সোনারপুর থানার পুলিশ ৷ পরে নাবালিকাকে বুঝিয়ে, তার পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে আটকানো হয় ৷
নাবালিকা জানিয়েছে, আপাতত সে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায় ৷ নাবালিকার মা রিনা মণ্ডল বলেন, "মেয়ের ইচ্ছেতেই এই বিয়েতে রাজি হয়েছিলাম ৷ এখন ভুল বুঝতে পেরেছি ৷ মেয়ে ফের পড়াশুনো করতে চাইলে পাশে থাকব ৷" পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্যাও ৷ তিনি বলেন, "নাবালিকার যে কোনও ধরনের সাহায্যের জন্য পাশে রয়েছি৷"