পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jawan Fever in Bengal: জেলাতেও 'জওয়ান ঝড়', শাহরুখের পা ধরে শুয়ে পড়লেন ভক্তরা! - জওয়ান

শুধু কলকাতা নয়, বাংলার জেলায় জেলায় ঝড় তুলল শাহরুখ খানের সিনেমা 'জওয়ান'। ভক্তদের কাছে যেন উৎসবের থেকে কম কিছু নয় ৷ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে প্রেক্ষাগৃহে ঝুলল হাউসফুল বোর্ড ৷

Shah Rukh Khan film jawan
জওয়ান সিনেমা

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 8:29 PM IST

জেলাতেও ঝড় তুলল কিং খানের 'জওয়ান'

জয়নগর, 7 সেপ্টেম্বর: বৃহস্পতিবার দেশজুড়ে তিনটি ভাষায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি 'জওয়ান'। ভোর পাঁচটা থেকে প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন ৷ হলে ঢোকার জন্য ঠেলাঠেলি ৷ বিকেল গড়াতে বৃষ্টি নামলেও তাতে কিং খানের ভক্তদের উৎসাহে ভাঁটা পড়েনি ৷ সকাল থেকেই বাংলার প্রায় সমস্ত প্রেক্ষাগৃহ হাউসফুল। তা সে মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গল স্ক্রিন ৷ তবে শুধুমাত্র শহর কলকাতা নয়, শাহরুখ ঝড় আছড়ে পড়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তেও ৷ বৃষ্টিভেজা দিনে জওয়ান ঝড়ে কাঁপছে সমগ্র বাংলা।

বলিউডের বাদশার দেশে-বিদেশে ভক্তের সংখ্যা কোটি কোটি। তারমধ্যেই কিছু ভক্তকে ভিড় জমাতে দেখা গেল জয়নগরের প্রেক্ষাগৃহে ৷ তাদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শাহরুখের কাটআউট জড়িয়ে ধরেই উৎসবে মত্ত হলেন সকলে। কেউ পা ধরে শুয়ে পড়লেন, আবার কেউ লেপে দিলেন স্নেহের চুম্বন । আবার কেউ জোর হাত করে প্রণাম সেরে নিলেন । ভক্তদের কাণ্ডকারখানায় জেরবার 'জওয়ান' শাহরুখ। নেহাত শারীরিকভাবে তিনি উপস্থিত নেই । তবে ভক্তদের শেয়ার করা ভিডিয়ো দেখেছেন বাদশা ৷ তার জন্য তিনি চোখ রেখেছেন সোশাল মিডিয়ায় ৷ সকালে এক্সে(টুইটার) সে কথা নিজেই পোস্ট করে জানিয়েছেন শাহরুখ ৷

জওয়ান জ্বরে কাঁপছে বাংলা

চেন্নাই ফ্যান ক্লাবের একজন সদস্য তিনি বলেন, "দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর মুক্তি পেল কিং খানের জওয়ান। মুক্তির পরে বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা ৷ আমরাও পিছিয়ে নেই ৷ আমরা শাহরুখ খানের ভক্ত ৷ আমরা সকাল থেকেই আজকের এই 'জওয়ান ডে' উদযাপন করছি । আজ সকাল থেকে কেক মিষ্টি ও মালা নিয়ে আমরা হাজির হয়েছি জয়নগরে। প্রতিবছর শাহরুখ খানের কোনও সিনেমা রিলিজ হলে আমরা এরকমভাবেই উদযাপন করি । আমাদের সঙ্গে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের টুইটার হ্যান্ডেল যুক্ত রয়েছে এবং আমরা যা কার্যকলাপ করি সেটি শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট টুইটারে পোস্ট করে। আজ সারাদিন আনন্দ আর হইহুল্লোড়ের মধ্যে দিয়ে আমরা উদযাপন করব ।"

প্রেক্ষাগৃহের সামনে শাহরুখ খানের বড় পোস্টার

আরও পড়ুন:'তোমাদের সিনেমা হলে যেতে দেখব বলে সারা রাত জেগেছিলাম', ফ্যানেদের ধন্যবাদ জানালেন কিং খান

তবে শুধু সাধারণ মানুষ নয়, টলিউডের পরিচালক থেকে তারকারাও কিং খানের সিনেমা দেখতে সকাল সকাল হাজির হয়েছিলেন হলে । ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করা যাবে না। সিনেমা হলে দেখা মিলল অবিকল শাহরুখের ন্যায় ব্যান্ডেজ বাঁধা অনুরাগীদেরও। কেউ উঠে পড়লেন ছাদে, আবার কেউ উঠে পড়লেন ব্যানারের মাথায়। সবমিলিয়ে প্রথম দিনেই 'জওয়ান'-এর 'ঘূর্ণিঝড়' দেশের অলিগলিতে ।

ABOUT THE AUTHOR

...view details