পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা দিলেও টোটো মেলেনি, দেবশ্রী রায়কে গ্রেপ্তারের দাবিতে অবরোধ - Raidighi MLA

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আট মাস আগে মাত্র 4000 টাকার বিনিময়ে টোটো পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিধায়ক ৷ বিধায়কের কথা অনুযায়ী 'আশার আলো' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে টাকা জমা দিয়েছিলেন অনেকে ৷ সেই টাকার বিনিময়ে রসিদও দেওয়া হয় তাঁদের ।

raidighi
দেবশ্রী রায়কে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ রায়দিঘিতে

By

Published : Dec 12, 2019, 9:49 PM IST

রায়দিঘি, 12 ডিসেম্বর : তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবশ্রী রায়কে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ হল রায়দিঘির কাশিনগর এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়দিঘি থানার পুলিশ ৷ প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই পথ অবরোধে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আট মাস আগে মাত্র 4000 টাকার বিনিময়ে টোটো পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিধায়ক ৷ বিধায়কের কথা অনুযায়ী 'আশার আলো' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে টাকা জমা দিয়েছিলেন অনেকে ৷ সেই টাকার বিনিময়ে রসিদও দেওয়া হয় তাঁদের ।

যাঁরা টাকা জমা দিয়েছিলেন তাঁদের অভিযোগ, বিধায়ক দাবি করেছিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাঁর বিধানসভা এলাকার বেকারদের কর্মসংস্থানের জন্য অল্প টাকার বিনিময়ে টোটো দেয়া হবে । কিন্তু টাকা জমা দেওয়া হলেও কেউ টোটো পাননি । এলাকার প্রায় চার হাজার মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ ।

পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয় । তৃণমূলের জেলা সভাপতি সুভাষ চক্রবর্তী দিল্লি থেকে ফোনে বলেন, "আজকের অবরোধের বিষয়টি আমার জানা নেই ৷ তবে আমি শুনেছি ওখানে সাধারণ মানুষের কাছে থেকে টাকা তোলা হয়েছে । সেটা কোনও দলের নাম ভাঙিয়ে টাকা তোলা হয়নি । একটি সংস্থা টাকা নিয়েছিল ৷ এর সঙ্গে দলের কোনও যোগ নেই ।"

ABOUT THE AUTHOR

...view details