পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

117 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত 2 সাইকেল চালক - সাইকেল দুর্ঘটনা

টাটা সুমোর ধাক্কায় আহত দুই সাইকেল চালক ৷ কুলপির 117 নম্বরের জাতীয় সড়কের ঘটনা ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

accident
আহত

By

Published : Mar 23, 2020, 11:44 AM IST

কুলপি, 23 মার্চ: কুলপির 117 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত 2 সাইকেল চালক ৷ একটি টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই সাইকেল চালককে ধাক্কা মারে ৷ আহতদের উদ্ধার করে ভরতি করা হয় বেলপুকুর গ্রামীণ হাসপাতালে ৷

ওই দুই সাইকেল চালক করঞ্জলি থেকে বেলপুকুর দিকে আসছিল ৷ উলটো দিক দিয়ে আসছিল একটি টাটা সু‌মো ৷ অভিযোগ, টাটা সুমোটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুই সাইকেলে ৷ আহত হন দুই সাইকেল চালক ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ঘটনাস্থানে যায় কুলপি থানার পুলিশ ৷ টটাসুমোর চালককে আটক করা হয়েছে ৷ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 117 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ।

ABOUT THE AUTHOR

...view details