সাগর, 16 জানুয়ারি:গঙ্গাসাগর (Gangasagar Mela 2023) থেকে ফেরার পথে বিপাকে পড়লেন পুণ্যার্থীরা ৷ ঘন কুয়াশা ও ভাটার কারণে মাঝপথেই আটকে পড়ল তাঁদের জলযান (Over 500 Pilgrims Trapped in Bay of Bengal) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার রাত থেকে দু'টি ভেসেল গঙ্গাসাগর থেকে ফেরার পথে সমুদ্রে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ৷ ওই দু'টি ভেসেলে সব মিলিয়ে 500 থেকে 600 জন পুণ্যার্থী রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷
প্রশাসনিক সূত্রে খবর, শীতের ঘন কুয়াশার কারণে এমনিতেই অত্যন্ত সতর্ক হয়ে যে কোনও জলযান চালাতে হয় ৷ তার উপর ভাটা শুরু হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট যাত্রাপথে জলের গভীরতাও কমে গিয়েছে ৷ এই অবস্থায় যে কোনও ভারী জলযান চালিয়ে যাওয়া বিপজ্জনক ৷ সেই কারণেই নির্দিষ্ট জায়গায় জলযান দু'টিকে দাঁড় করিয়ে রাখা হয় ৷ সেই খবর ইতিমধ্যেই পৌঁছেছে উপকূলরক্ষী বাহিনীর কাছে ৷ তারা দু'টি হোভারক্রাফ্ট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৷ সেই দু'টি হোভারক্রাফ্টেই আটকে পড়া পুণ্যার্থীদের একের পর এক উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে (Rescue Operation Underway By Coast Guard) ৷