পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Over 500 Pilgrims Trapped in Bay of Bengal: গঙ্গাসাগর ফেরত পুণ্যার্থীরা আটকে মাঝসমুদ্রে! উদ্ধারে নামল উপকূলরক্ষী বাহিনী

গঙ্গাসাগর (Gangasagar Mela 2023) থেকে ফেরার পথে মাঝসমুদ্রে আটকে পড়লেন 500 থেকে 600 জন পুণ্যার্থী (Over 500 Pilgrims Trapped in Bay of Bengal) ৷ উদ্ধারকাজে নেমেছে উপকূলরক্ষী বাহিনী (Rescue Operation Underway By Coast Guard) ৷

Rescue Operation Underway By Coast Guard as Over 500 Pilgrims Trapped in Bay of Bengal
চলছে উদ্ধারকাজ ৷

By

Published : Jan 16, 2023, 2:07 PM IST

Updated : Jan 16, 2023, 3:04 PM IST

উদ্ধারকাজে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা ৷

সাগর, 16 জানুয়ারি:গঙ্গাসাগর (Gangasagar Mela 2023) থেকে ফেরার পথে বিপাকে পড়লেন পুণ্যার্থীরা ৷ ঘন কুয়াশা ও ভাটার কারণে মাঝপথেই আটকে পড়ল তাঁদের জলযান (Over 500 Pilgrims Trapped in Bay of Bengal) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার রাত থেকে দু'টি ভেসেল গঙ্গাসাগর থেকে ফেরার পথে সমুদ্রে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ৷ ওই দু'টি ভেসেলে সব মিলিয়ে 500 থেকে 600 জন পুণ্যার্থী রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷

প্রশাসনিক সূত্রে খবর, শীতের ঘন কুয়াশার কারণে এমনিতেই অত্যন্ত সতর্ক হয়ে যে কোনও জলযান চালাতে হয় ৷ তার উপর ভাটা শুরু হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট যাত্রাপথে জলের গভীরতাও কমে গিয়েছে ৷ এই অবস্থায় যে কোনও ভারী জলযান চালিয়ে যাওয়া বিপজ্জনক ৷ সেই কারণেই নির্দিষ্ট জায়গায় জলযান দু'টিকে দাঁড় করিয়ে রাখা হয় ৷ সেই খবর ইতিমধ্যেই পৌঁছেছে উপকূলরক্ষী বাহিনীর কাছে ৷ তারা দু'টি হোভারক্রাফ্ট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৷ সেই দু'টি হোভারক্রাফ্টেই আটকে পড়া পুণ্যার্থীদের একের পর এক উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে (Rescue Operation Underway By Coast Guard) ৷

আরও পড়ুন:দীর্ঘ অপেক্ষাতেও মিলছে না বাস, গঙ্গাসাগরে হয়রানির সম্মুখীন তীর্থযাত্রীরা

ইতিমধ্য়েই উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পুণ্যার্থীদের রাতভর জলযানে আটকে থাকতে হলেও তাঁরা সকলেই সুস্থ আছেন ৷ কারও কোনও সমস্যা নেই ৷ আশা করা হচ্ছে, শীঘ্রই নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন তাঁরা ৷ উল্লেখ্য, মকর সংক্রান্তি উপলক্ষে বহু মানুষ বছরের এই সময়টায় গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন ৷ তাঁদের যাতায়াত, থাকা-খাওয়ার বন্দোবস্ত করার পাশাপাশি যথাযথ নিরাপত্তারও বন্দোবস্ত করা হয় ৷ বিশেষ করে দীর্ঘ জলপথে যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য সর্বদা নজরদারি চালায় উপকূলরক্ষী বাহিনী ৷ তাদের তৎপরতার জন্যই আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধারের প্রক্রিয়া সহজ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল ৷ উদ্ধারকাজ ঠিকমতো চলছে কি না, সেদিকে সর্বদা নজর রয়েছে প্রশাসনের কর্তাদেরও ৷

Last Updated : Jan 16, 2023, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details