পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বামী বেঁচে আছে এখনও বিশ্বাস করতে পারছেন না বন্দনা

শনিবার ডুবে যাওয়া ট্রলারগুলির মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ দাসও । পাঁচদিন ভেসে থাকার পর গতকাল উদ্ধার করা হয় তাঁকে । তাঁর স্ত্রী বন্দনার এখন একটাই চাওয়া, তাড়াতাড়ি ঘরে ফিরুন স্বামী ।

বন্দনা দাস

By

Published : Jul 12, 2019, 12:26 PM IST

Updated : Jul 12, 2019, 3:32 PM IST

কাকদ্বীপ, 12 জুলাই : বঙ্গোপসাগরে মাছ ধরতে গেয়েছিলেন এফ বি নয়ন ট্রলারের মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । কিন্তু শনিবার উত্তাল সমুদ্র আর ঝোড়ো হাওয়ার জন্য উলটে যায় এফ বি নয়নসহ মোট চারটি ট্রলার । ঘটনায় মোট ২৫ জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । নিখোঁজ ছিলেন রবীন্দ্রনাথ দাসও । গতকাল সকালে যেন চমৎকার হল । বাংলাদেশের জলসীমা থেকে উদ্ধার করা হয় রবীন্দ্রনাথকে । পাঁচ দিন লাইফ জ্যাকেট ছাড়া জলে ভেসেছিলেন তিনি । এভাবে মনের মানুষটাকে ফিরে পাবেন কল্পনা করতে পারেননি রবীন্দ্রনাথের স্ত্রী বন্দনা । তাঁর কথায়, "শুনেছি ওকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখনও বিশ্বাস করতে পারছি না ।"

মাছ ধরতে যাওয়ার সময় স্ত্রীকে রবীন্দ্রনাথ বলে গেছিলেন, পরিবারের সকলের দিকে নজর দিতে । ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে দুশ্চিন্তায় ছিল গোটা পরিবার । ক্রমেই বাড়ছিল আশঙ্কা । গতকাল খবরটা শোনার পর থেকে খুশির হাওয়া পরিবারে । এখন পরিবারের একটাই প্রার্থনা, দ্রুত ঘরের ছেলে ঘরে ফিরুক ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jul 12, 2019, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details