কাকদ্বীপ, 12 জুলাই : বঙ্গোপসাগরে মাছ ধরতে গেয়েছিলেন এফ বি নয়ন ট্রলারের মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । কিন্তু শনিবার উত্তাল সমুদ্র আর ঝোড়ো হাওয়ার জন্য উলটে যায় এফ বি নয়নসহ মোট চারটি ট্রলার । ঘটনায় মোট ২৫ জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । নিখোঁজ ছিলেন রবীন্দ্রনাথ দাসও । গতকাল সকালে যেন চমৎকার হল । বাংলাদেশের জলসীমা থেকে উদ্ধার করা হয় রবীন্দ্রনাথকে । পাঁচ দিন লাইফ জ্যাকেট ছাড়া জলে ভেসেছিলেন তিনি । এভাবে মনের মানুষটাকে ফিরে পাবেন কল্পনা করতে পারেননি রবীন্দ্রনাথের স্ত্রী বন্দনা । তাঁর কথায়, "শুনেছি ওকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখনও বিশ্বাস করতে পারছি না ।"
স্বামী বেঁচে আছে এখনও বিশ্বাস করতে পারছেন না বন্দনা
শনিবার ডুবে যাওয়া ট্রলারগুলির মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ দাসও । পাঁচদিন ভেসে থাকার পর গতকাল উদ্ধার করা হয় তাঁকে । তাঁর স্ত্রী বন্দনার এখন একটাই চাওয়া, তাড়াতাড়ি ঘরে ফিরুন স্বামী ।
বন্দনা দাস
মাছ ধরতে যাওয়ার সময় স্ত্রীকে রবীন্দ্রনাথ বলে গেছিলেন, পরিবারের সকলের দিকে নজর দিতে । ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে দুশ্চিন্তায় ছিল গোটা পরিবার । ক্রমেই বাড়ছিল আশঙ্কা । গতকাল খবরটা শোনার পর থেকে খুশির হাওয়া পরিবারে । এখন পরিবারের একটাই প্রার্থনা, দ্রুত ঘরের ছেলে ঘরে ফিরুক ।
Last Updated : Jul 12, 2019, 3:32 PM IST