সাগর, 5 জুলাই:শিকল বন্দি হয়ে জীবন কাটাচ্ছেন সাগরের মানসিক ভারসাম্যহীন যুবক । পরিবারের চরম আর্থিক অনটন অর্থের অভাবে যুবকের চিকিৎসা করতে পারছেন না পরিবারের লোকজনেরা (Rabindranath Bera Is Living Is Life In Captivity)। কার্যত বাধ্য হয়েই শিকল দিয়ে বাঁধতে হয় যুবককে ৷ ওই যুবকের নাম রবীন্দ্রনাথ বেরা ৷ বয়স 21 বছর ৷ মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কশতলা গ্রামের বাসিন্দা ৷ বাবা তপন বেরা দিনমজুর ৷ কোনওরকম চলে সংসার ।
ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে বেড়ে ওঠা সেই জন্য পড়াশোনা বেশি দূর করা সম্ভব হয়নি রবীন্দ্রনাথের । পরিবারের হাল ফেলাতে খুব কম বয়সে কাজের জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছিলেন রবীন্দ্রনাথ । আস্তে আস্তে পরিবারের সচ্ছল অবস্থা ফিরে আসে ৷ পরে অতিমারির সময় কাজ হারিয়ে বাড়ি ফিরে আসেন রবীন্দ্রনাথ ৷ ধীরে ধীরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন । অসুস্থ হতে শুরু করেন তিনি । দিনমজুর পরিবারের অতটাও আর্থিক সমর্থ্য ছিল না চিকিৎসা করানোর জন্য । কার্যত বাধ্য হয়েই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছেন ছেলেকে ।