পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shoot out at South 24 Pargana: তোলার টাকা দিতে অস্বীকার, প্রকাশ্যে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি; গ্রেফতার অভিযুক্ত

দক্ষিণ 24 পরগনার উস্তিতে প্রকাশ্য বাজারে ব্যবসায়ীকে গুলি (Miscreants Tried to Shoot a Businessman) ৷ তোলার টাকা দিতে অস্বীকার করায় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী নিখিল কুমার সাহা ৷

Shoot out at South 24 Pargana
প্রতীকী ছবি

By

Published : Mar 6, 2023, 10:52 AM IST

দক্ষিণ 24 পরগনা, 6 মার্চ: ভরা বাজারে শুট আউট ৷ দক্ষিণ 24 পরগনার উস্তিতে এলাকার হাটুগঞ্জ এলাকায় রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৷ গুলিবিদ্ধ ব্যবসায়ী নিখিল কুমার সাহা ডায়মন্ড হারবার এলাকার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (police arrested a person accused of shooting a businessman in south 24 Parganas)৷

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মত এদিন রাতে এলাকার প্রসিদ্ধ মুদি ব্যবসায়ী নিখিল কুমার সাহা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন । সেই সময় এলাকারই এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর পথ আটকায় । তার কাছ থেকে তোলার টাকা চায় । তোলার টাকা দিতে অস্বীকার করায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওই দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ এমনকী ফিরে যাওয়ার সময় বোমাবাজি করে ৷ যদিও পুলিশের হাতে শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছে সে ৷ স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। ব্যবসায়ীর আঘাত গুরুতর থাকায় আহত ব্যবসায়ীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । জানা গিয়েছে গুলি সোজা পাকস্থলীতে গিয়ে লেগেছে ।

নিখিল কুমার সাহা নামে ওই ব্যবসায়ী জনান, প্রতি দিনের মত হটুগঞ্জ এলাকা থেকে মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এলাকার এক দুষ্কৃতী রেজাউল হক ওরফে ছোট মাটাল তাঁর পথ আটকায় । এর পর দুষ্কৃতী ব্যবসায়ীর কাছ থেকে টাকার দাবি করে ৷ অভিযোগ, ওই দুষ্কৃতী প্রায়ই তোলার টাকা চাইতো ব্যবসায়ীর থেকে । এদিনও তোলার টাকা চেয়ে ব্যবসায়ীর পথ আটকায় । ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করায় প্রথমে ধস্তাধস্তি হয় পরে তাকে লক্ষ্য করে তার বুকে গুলি চালায় রেজাউল হক ওরফে ছোট মাটাল।

আরও পড়ুন:শিল্পাঞ্চলে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! নেপথ্যে কি কয়লা কারবার ?

এই প্রসঙ্গেই ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন কুমার দে জানান, ইতিমধ্যেই মূল অভিযুক্ত রেজাউল হক ওরফে ছোট মাটালকে গ্রেফতার করা হয়েছে । আঘাত গুরুতর থাকায় অস্ত্র প্রচারের জন্য স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় । এই ঘটনার পর থেকেই হটুগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে উস্তি থানার বিশাল পুলিশ বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details