পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Norms Violation : বেয়াড়াদের মুখে মাস্ক পরাতে গান্ধিগিরি থেকে দাদাগিরি, সবেতেই রাজি ক্যানিং পুলিশ - কোভিডবিধি

করোনা আবহে মাস্ক না পরেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ ৷ এমন বেয়াড়াদের সঠিক পথে আনতে ‘‘আজ গান্ধিগিরি, কাল থেকে দাদাগিরি’’র দাওয়াই অবলম্বন করল ক্য়ানিংয়ের পুলিশ প্রশাসন ৷ বুধবার রাস্তায় রাস্তায় চলল অভিযান ৷ মাস্ক ছাড়া যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের হাতে ফুল আর মিষ্টি ধরিয়ে সাফ জানিয়ে দেওয়া হল, বৃহস্পতিবার এই একই কাজ করলে সোজা শ্রীঘরে যেতে হবে ৷

police acts against Covid Norms Violation in Canning
Covid Norms Violation : বেয়াড়াদের মুখে মাস্ক পরাতে গান্ধিগিরি থেকে দাদাগিরি, সবেতেই রাজি ক্যানিং পুলিশ

By

Published : Aug 4, 2021, 7:03 PM IST

Updated : Aug 4, 2021, 7:54 PM IST

ক্যানিং, 4 অগস্ট : ‘‘আজ গান্ধিগিরি, কাল থেকে দাদাগিরি’’ ৷ করোনা আবহে বেয়াড়াদের বাগে আনতে নতুন দাওয়াই দক্ষিণ 24 পরগনার ক্যানিং প্রশাসনের ৷ করোনার সংক্রমণ ঠেকাতে সকলকেই মাস্ক পরে বাড়ির বাইরে বেরেনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু লকডাউন শিথিল হতেই তা ভুলতে বসেছেন অধিকাংশ মানুষ ৷ বেশিরভাগই হয় মাস্ক পরছেন না, আর তা না হলে থুতনিতে, পকেটে কিংবা হাতে মাস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় ৷ বুধবার এইসব বেআক্কেলেদের গোলাপ ফুল, আর মিষ্টি দিয়ে ভর্ৎসনা করা হয় ক্যানিং প্রশাসন ও পুলিশের তরফে ৷ সঙ্গে দেওয়া হয় হুঁশিয়ারিও ৷ সাফ জানিয়ে দেওয়া হয়, এই ‘গান্ধিগিরি’ শুধু আজকের (বুধবারের) জন্য ৷ কাল থেকে (বৃহস্পতিবার) মাস্ক না পরে রাস্তায় বেরোলেই সইতে হবে ‘দাদাগিরি’ ৷ মহামারি আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ৷

আরও পড়ুন :Sumit Ganguly: এতে করোনা আটকায় না, বিতর্ক বাড়িয়ে মাস্ক ছাড়াই মঞ্চে অভিনেতা

বিশেষজ্ঞদের পূর্বাভাস, আর কিছু দিনের মধ্যেই দেশজুড়ে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ ৷ যা আটকানো কার্যত অসম্ভব ৷ তবে মানুষ যদি সতর্ক থাকেন, তাহলে হয়তো তৃতীয় ঢেউয়ের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যাবে ৷ কিন্তু ক্যানিংয়ের অধিকাংশ বাসিন্দাই এসবে কান দিতে নারাজ ৷ তাঁদের হাবেভাবে অন্তত এমনটাই মালুম হচ্ছে ৷ পুলিশের তরফ থেকে বারবার রাস্তায় নেমেও বেয়াড়াদের করোনাবিধিতে অভ্যস্থ করা যায়নি ৷ এই অবস্থায় নতুন পন্থা অবলম্বন করল পুলিশ প্রশাসন ৷

আরও পড়ুন :সরকারি নির্দেশকে অমান্য করে বালুরঘাটে চালু স্কুল

এদিন যখন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা রাস্তায় নামেন, তখনও বহু মানুষকেই মাস্কহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখাতে যায় ৷ অনেকেই পুলিশ দেখে তড়িঘড়ি মুখে মাস্ক আটকানোর চেষ্টা করেন ৷ তাতে অবশ্য ‘চুরি’ আড়াল করা যায়নি ৷ পুলিশের কাছে ধরা পড়ে গিয়েছেন তাঁরা ৷ খেতে হয়েছে ধমক ৷ তাঁদের হাতে ফুল আর মিষ্টি ধরিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার এই একই কাজ করলে সোজা শ্রীঘরে ঢুকতে হবে ৷ পুলিশের হুঁশিয়ারির মুখে সকলেই মাস্ক পরার অঙ্গীকার করলেও শেষমেশ তাঁরা তা রক্ষা করেন কিনা, তার উত্তর দেবে সময় ৷ অন্যদিকে পুলিশের বক্তব্য, সবকিছু জোর করে করানো যায় না ৷ মানুষ সচেতন না হলে অতিমারিকে হারানো সম্ভব নয় ৷ সেটা মানুষকেই বুঝতে হবে ৷ আর সেই কারণেই তাদের এই অভিনব উদ্যোগ ৷

Last Updated : Aug 4, 2021, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details