পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতার বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যু ব্যক্তির - dengue related news

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গতকাল মারা যান সুরজিৎ সামন্ত ৷ পেশায় ফিজ়িওথেরাপিস্ট ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর ৷ হাসপাতালের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির জেরে মৃত্যু হয়েছে উল্লেখ রয়েছে ৷

physiotherapist died suffering from dengue
সুরজিৎ সামন্ত

By

Published : Dec 9, 2019, 6:09 PM IST

বিষ্ণুপুর, 9 ডিসেম্বর : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবার ডেঙ্গিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম সুরজিৎ সামন্ত (37) ৷ পেশায় ফিজিওথেরাপিস্ট ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের কন্যানগরে ৷

1 ডিসেম্বর তাঁর জ্বর আসে ৷ চিকিৎসকদের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করান তিনি ৷ রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে ৷ প্রথমে ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমে ভরতি করা হয় ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে 5 ডিসেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ গতকাল সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ হাসপাতালের ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে যে ডেঙ্গির জেরে রোগীর মৃত্যু হয়েছে ৷

সুরজিৎ সামন্তর ডেথ সার্টিফিকেট

মৃতের পরিবারের অভিযোগ, ঠাকুরপুকুরের নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে সুরজিতের ৷

ABOUT THE AUTHOR

...view details