দক্ষিণ 24 পরগনা: করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে আক্রান্ত হয়েছেন শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কিছু ট্রেনের চালক ও সহকারী ৷ যার জেরে বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷ পর্যাপ্ত ট্রেন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের ৷ এদিন দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান এক যাত্রী ৷ গুরুতর আহত হন তিনি ৷ এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগরে দেন নিত্যযাত্রীরা ৷ রেলগেট সংলগ্ন স্থানে অবরোধও করেন ৷ সকাল সাতটা থেকে প্রায় নটা পর্যন্ত এই অবরোধ চলে। ফলে কিছুক্ষণের জন্য থমকে যায় ডাউন ও আপ ট্রেন চলাচল ৷
যাত্রীদের অভিযোগ, চম্পাহাটি স্টেশনে কোন ট্রেন কোন সময়ে আসবে তার নিয়মিত মাইকিং হয় না ৷ ফলে যাত্রীদের কার্যত বাদুড়ঝোলা অবস্থায় যাতায়াত করতে হয় ৷ আজ ক্যানিং লেকাল বাতিল হওয়ার কথাও বলা হয়নি ৷ যার জেরে অতিরিক্ত যাত্রীদের ভিড় জমতে থাকে সংশ্লিষ্ট স্টেশনে ৷ সেভাবে যেতে গিয়েই এক যাত্রী আজ চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ৷ আপাতত তিনি একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷ দীর্ঘদিন রেলের এই চরম দুরাবস্থা মেনে নেওয়া যায় না ৷ তাই এই অবরোধ ৷