গড়িয়া, 30 মে : কোভিড মোকাবিলায় এগিয়ে এল ছাত্ররা । মাইক্রোবায়োলোজির ছাত্ররা খুলছেন এই অক্সিজেন পার্লার । গড়িয়াতে খোলা হল অক্সিজেন পার্লার । মাইক্রোবায়োলোজিস্ট সোসাইটি ইন্ডিয়া ও গড়িয়ার আমরা কজন ক্লাবের উদ্যোগে অক্সিজেন পার্লার চালু হল গড়িয়ায় ।
এদিন পার্লারের উদ্ধোধন করলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম । সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় চিকিৎসকরাও । এখানে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে অক্সিজেন পরিষেবা । এছাড়া বাড়িতেও অক্সিজেন পোঁছে দেওয়ার ব্যবস্থা থাকছে ।
মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সদস্য সৌম্য সারথী গঙ্গোপাধ্যায় এবং তাঁর 2 সহকারীর সাহায্যে গড়িয়ার আমরা কজন ক্লাবের এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে ৷ সৌম্য জানিয়েছেন, করোনা শুরু থেকেই তাঁরা বিভিন্ন ওয়েবিনার করেছেন ৷ বিনামূল্যে নমুনা সংগ্রহ এবং আরটি-পিসিআর পরীক্ষায় সাহায্য করেছেন ৷ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর তাঁরা 150 জনের সদস্য নিয়ে একটা হেল্প ডেস্ক চালু করেছিলেন ৷ এরপর অক্সিজেনের অপ্রতুলতা দেখা দিলে তাঁদের এই অক্সিজেন পার্লার করার চিন্তা ভাবনা মাথায় আসে ৷
মাইক্রোবাইলোজির ছাত্রদের উদ্যোগে অক্সিজেন পার্লার গড়িয়ায় আরও পড়ুন :আর্থিক সংকটে বাস মালিকরা, চিঠি পরিবহণ মন্ত্রীকে
ফিরদৌসী বেগম জানিয়েছেন, এই অক্সিজেন পার্লারে 3টে বেড রাখা হয়েছে ৷ করোনা আক্রান্ত কোনও রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে সে এখান থেকে কিছুক্ষণের জন্য অক্সিজেন নিতে পারবেন ৷ কোনও রোগীর অবস্থার অবনতি ঘটলে এই অক্সিজেন পার্লার থেকেই তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে ৷