পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল বন্ধ, নিয়ম মেনে অনলাইনে চলছে ক্লাস - online class

লকডাউনের জেরে যাতে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় , সে কারণে সোনারপুরের একটি বেসরকারি স্কুলে শুরু হল অনলাইনে ক্লাস ।

ছবি
ছবি

By

Published : Apr 4, 2020, 8:24 AM IST

Updated : Apr 14, 2020, 8:23 PM IST

সোনারপুর, 4 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ হয়েছে স্কুল । কবে থেকে নতুন করে ক্লাস শুরু হবে তার কোনও নিশ্চয়তা নেই । এভাবে চলতে থাকলে নির্ধারিত সময়ে শেষ করা যাবে না সিলেবাস । পিছিয়ে পড়তে হবে ছাত্র-ছাত্রীদের ।

এই পরিস্থিতিতে সোনারপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে শুরু হল অনলাইনে পঠন-পাঠন । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চলছে এই প্রক্রিয়া । পুরোপুরি স্কুলের শিডিউল মেনে বাড়িতেই চলছে সব ক্লাস । এরজন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বাড়িতে ব্ল্যাক বোর্ড পাঠানো হয়েছে ।

অনলাইনে চলছে ক্লাস

একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের ভিডিয়ো কনফারেন্সে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সংযোগ করা হচ্ছে । সোম থেকে শনি নিয়মিত চলছে এই স্কুল । ফার্স্ট থেকে টেন ক্লাসের ছাত্র-ছাত্রীরা যোগ দিচ্ছে ক্লাসে। শিক্ষক-শিক্ষিকারা নিজেদের বাড়িতে বসেই চালাচ্ছেন পঠন-পাঠন প্রক্রিয়া ।

Last Updated : Apr 14, 2020, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details