পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তা তৈরি নিয়ে বিবাদের জেরে খুন তৃণমূল কর্মী, গ্রেপ্তার ১

সুন্দরবন উন্নয়ন বিভাগের তরফ থেকে কালিকাপুর গ্রামে একটি ঢালাই রাস্তার কাজ চলছে কয়েকদিন ধরে। ওই রাস্তাটিকে মারুফ মোল্লা, রশিদ মোল্লা নামে কয়েকজন নিজেদের বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার প্রতিবাদ করে সানোয়ার। আর এর জেরেই তাকে আজ খুন করে দুষ্কৃতীরা। অভিযোগের তির CPI(M)-এর দিকে।

murder

By

Published : Feb 20, 2019, 4:57 PM IST

মথুরাপুর, ২০ ফেব্রুয়ারি : রাস্তা তৈরি নিয়ে বিবাদের জেরে খুন তৃণমূল কর্মী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকার কালিকাপুর গ্রামের। অভিযোগের তির CPI(M)-এর দিকে। এর জেরে এলাকায় বোমাবাজিও হয়। মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে জখম সানোয়ার মোল্লা নামে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে ভরতি করে। সেখান থেকে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার মৃত্যু হয়। ঘটনায় মুজিবর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুন্দরবন উন্নয়ন বিভাগের তরফ থেকে কালিকাপুর গ্রামে একটি ঢালাই রাস্তার কাজ চলছে কয়েকদিন ধরে। ওই রাস্তাটিকে মারুফ মোল্লা, রশিদ মোল্লা নামে কয়েকজন নিজেদের বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরই প্রতিবাদ করেছিল সানোয়ার। এই নিয়ে এর আগেও তার সাথে বচসা বাধে। মারধরও করা হয়। এরপর আবার সেই একই ঘটনার প্রতিবাদ করায় দিনের বেলা প্রকাশ্যে তাকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। এলাকায় চলে বোমাবাজিও। ঘটনার পর থেকে পলাতক মারুফরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details