বাসন্তী, 29 মার্চ :ফের বোমা বিস্ফোরণ । মালদার পর এবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বোমা ফেটে ভস্মীভূত হল একটি বাড়ি (House burned down due to blast in Basanti) । ঘটনাটি ঘটেছে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় । পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল ।
রামপুরহাটের বগটুই গ্রামে বোমা বিস্ফোরণে উপপ্রধান খুন এবং তার পরবর্তী সময়ে অগ্নিসংযোগ, মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে পুলিশকে অস্ত্র উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেইমতো বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয় । গ্রেফতার হয়েছে বহু দুষ্কৃতী। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা থেকেও উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র । এদিন বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় আচমকা বোমা ফেটে একটি বাড়িত আগুন লেগে যায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল । বিস্ফোরণের পর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি । খবর পেয়েই ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ।
বাসন্তীতে বিস্ফোরণে পুড়ল বাড়ি আরও পড়ুন : খড়দায় বোমা ফেটে মৃত এক, গুরুতর আহত আরও এক
বাসন্তীর সর্দারপাড়ার এই বাড়ি থেকে মজুত হওয়া বোমা উদ্ধার করা যায়নি । তার জেরেই এদিনের বিস্ফোরণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রে খবর, ভোরের দিকে বাড়িটিতে আগুন লাগে । ভিতর থেকে পাঁচ-ছয়বার বিস্ফোরণের শব্দ শোনা যায় । তাতেই আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন । অগ্নিকাণ্ডের পরই স্থানীয় বাসিন্দারা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান । তবে তাতেও রক্ষা মেলেনি । মাটির বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ।
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা বাঁধার কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটেছে । জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে । তবে এত বড় বিস্ফোরণের পর এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । পুলিশের অনুমান, আগাম বিপদের পূর্বাভাস পেয়ে বাড়ি থেকে দূরে সরে গিয়েছিলেন বাসিন্দারা । তাই বিস্ফোরণের পরও প্রাণে রক্ষা পেয়েছেন । ঠিক কী ঘটনা ঘটেছিল, বাড়ির মালিককে জেরা করে তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা ।