ভাঙড়, 23 মার্চ : ভাঙড়ের কাশিপুর থানার কৃষ্ণমাটি খালপাড় এলাকায় উদ্ধার হল একটি সাদা ট্যাক্সি। গাড়ির মধ্যে রক্তের দাগ রয়েছে। পাশাপাশি, একাধিক মদের বোতলও উদ্ধার হয়েছে। গাড়ির চালকের খোঁজ চলছে।
কাশিপুরে উদ্ধার সাদা ট্যাক্সি, ভিতরে রক্তের দাগ - taxi
ভাঙড়ের কাশিপুর থেকে একটি সাদা ট্যাক্সি উদ্ধার। গাড়ির মধ্যে একাধিক মদের বোতল পাওয়া গেছে। রয়েছে রক্তের দাগ। গাড়ির চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে ওই ট্যাক্সিটি দেখতে পান। খবর পেয়ে গাড়ির চালক বাবলু সিংয়ের পরিবারের সদস্যরা ঘটনাস্থানে আসেন। তাঁদের অভিযোগ, সোনাগাছির 18 নম্বর ওয়ার্ড থেকে কয়েকজন যাত্রী এই ট্যাক্সি ভাড়া করেছিল। তারাই বাবলু সিংকে মারধর করে। ঘটনার পর থেকে বাবলু সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ দেরি করে ঘটনাস্থানে পৌঁছেছে।
পুলিশ ঘটনাস্থান থেকে একটি মোবাইল উদ্ধার করেছে। স্থানীয়দের অভিযোগ, বাগজোলার খাল পাড়ে রাতে দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে যায়। আগেও এই খাল থেকে একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের অনেকেরই পরিচয় জানা যায়নি। আজকের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।