নরেন্দ্রপুর, 1 নভেম্বর : নরেন্দ্রপুরে মধুচক্রের আসরে হানা পুলিশের । গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল 8 মহিলা ৷ হাতেনাতে গ্রেপ্তার এক যুবক ।
নরেন্দ্রপুরে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার 1 - নরেন্দ্রপুর
নরেন্দ্রপুরে মধুচক্রের আসরে হানা পুলিশের । গ্রেপ্তার এক জন ৷
সম্প্রতিকালে নরেন্দ্রপুরের লস্করপুরে একটি বাড়ির একতলা ভাড়া নিয়ে অবাধে চলছিল দেহব্যবসা ৷ পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে দুই মহিলাকে উদ্ধার করে ৷ সেই সময় গ্রেপ্তার করা হয় চারজন পুরুষকে। তারপর আবারও নরেন্দ্রপুরে রমরমিয়ে চলছিল মধুচক্র ।
এরপর নরেন্দ্রপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে প্রথমে ক্রেতা সেজে গড়িয়া স্টেশন সংলগ্ন যায়গায় হানা দেয় । তখনই 8 মহিলাকে উদ্ধার করা হয় । মধুচক্রের মূল পান্ডা সুজিদ সরকার নামে স্থানীয় যুবকে হাতেনাতে গ্রেপ্তার করে । ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে । পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই সমস্ত মহিলাদের সিরিয়াল সহ টেলিভিশনে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদের দিয়ে দেহব্যবসার কাজ করানো হত।