পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MLA Paresh Ram Das : ক্যানিং পশ্চিমের বিধায়ককে খুনের চক্রান্ত, গ্রেফতার মূল অভিযুক্ত

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হল চিরঞ্জিত হালদার ওরফে চিরন নামে এক যুবককে (One arrested for conspiring to murder MLA) ৷ মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে । পুলিশ হেফাজতে নিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে চায় ।

MLA Paresh Ram Das murder conspiracy
পরেশরাম দাসকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার যুবক

By

Published : May 31, 2022, 2:05 PM IST

ক্যানিং, 31 মে : এক যুবকের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস । 18 মে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন তিনি (One arrested for conspiring to murder MLA)। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিত হালদার ওরফে চিরন নামে ওই যুবককে গ্রেফতার করেছে । মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে । পুলিশ হেফাজতে নিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে চায় ।

এই অভিযোগের ভিত্তি কী, এই ষড়যন্ত্রে আর কারা যুক্ত, কোন পথে পরিকল্পনা সফল করার চেষ্টা করছিলেন তিনি সবটাই জানতে চায় পুলিশ । বিধায়ক পরেশরাম দাস আগেই অভিযোগ তুলেছিলেন, গোপন সূত্রে তাঁর কাছে খবর এসেছে, ক্যানিংয়েরই যুবক চিরঞ্জিত হালদার ওরফে চিরণ তাঁকে খুনের পরিকল্পনা করছে ৷

ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস বলেন, "গত 18 মে আমাদের ক্যানিং থানায় একটা অভিযোগ আসে । চিরঞ্জিত হালদার নামে একজন তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক । এরপরই শুরু হয় তদন্ত । ওই ব্যক্তির খোঁজ শুরু হয় । সোমবার নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার আদালতে তোলা হবে । আমরা সাতদিনের পুলিশি হেফাজতে চাইব । এরপর আদালত যা নির্দেশ দেবে । হেফাজতে নিয়ে আমরা অভিযুক্তকে জেরা করে মূল ঘটনা জানতে চাইব । আর কে বা কারা এই ঘটনায় যুক্ত তাও জানতে চাওয়া হবে । কীভাবে গোটা ঘটনা সাজাতে চেয়েছিল খুঁজে বের করব ।"

পরেশরাম দাসকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার যুবক

আরও পড়ুন :জেলে বসেই বিধায়ককে খুনের ছক ! পুলিশে অভিযোগ দায়ের

মাস ছয়েক আগে ক্যানিংয়ের তৃণমূল নেতা কমল মল্লিককে খুনের অভিযোগ ওঠে এই চিরন ও তার সঙ্গীদের বিরুদ্ধে । ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত চিরন-সহ মোট চারজনকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ । বিচারে জেল হয় চিরনের । জেলে থাকাকালীনই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে খুনের পরিকল্পনা করা হয় বলে সূত্রের খবর।বিধায়ককে খুনের চক্রান্তে মনিরুল নামে বাসন্তীর এক যুবককে সঙ্গী করেছিল চিরন । গত কয়েকদিন আগে মনিরুল নিজেই এ বিষয়ে বিধায়ককে ফোন করে জানান । এরপর বিধায়ক লিখিতভাবে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রীমতি পুষ্পাকে বিষয়টি জানালে নড়েচড়ে বসে পুলিশ । সোমবার রাতে অভিযুক্তকে নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ বা এসওজি ও ক্যানিং থানার পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details