সোনারপুর, 13 মে : বিধায়ক হওয়ার পর হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখলেন লাভলী মৈত্র । বুধবার বিকেলে সোনারপুরের সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল ঘুরে দেখলেন অভিনেত্রী বিধায়ক । তাঁর সঙ্গে ছিলেন রাজপুর-সোনারপুর পৌরসভার প্রশাসক পল্লব দাস, বিএমওএইচ অনুপ মিশ্র । ভ্যাকসিন দেওয়া নিয়ে তাঁর কাছে বেশ কিছু অভিযোগ আসছিল সেগুলো নিয়ে কথা বলার জন্যই মূলত বুধবার হাসপাতাল পরিদর্শন করেন তিনি ।
নার্স-ডে তে সোনারপুরের হাসপাতাল পরিদর্শনে লাভলী মৈত্র - anup mishra
সোনারপুরের সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে এলেন নবনির্বাচিত অভিনেত্রী বিধায়ক লাভলী মৈত্র ৷ বুধবার বিকেলে হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি বিএমওএইচ অনুপ মিশ্রের সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে আলোচনাও করেন ৷
নার্স-ডে তে সোনারপুরের হাসপাতাল পরিদর্শনে নব নির্বাচিত অভিনেত্রী বিধায়ক লাভলী মৈত্র
আরও পড়ুন :অগস্টের মধ্যে তৈরি হবে 10 কোটি কোভিশিল্ড, কোভ্যাক্সিন হবে 7.8 কোটি
হাসপাতাল পরিদর্শন করতে এসে তিনি জানান, ভ্যাকসিন দেওয়া নিয়ে কিছু বিষয়ে সমস্যা হচ্ছিল ৷ সেই সমস্যাগুলি কীভাবে মেটানো যায় তা নিয়ে বিএমওএইচ অনুপ মিশ্রের সঙ্গে জরুরি কিছু আলোচনা করতেই সুভাষগ্রাম হাসপাতালে আসেন ৷ এই হাসপাতালে রোজ দু’শো জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলেও জানান তিনি ৷ পাশাপাশি নার্স ডে হওয়ায় এদিন নার্সদের হাতে গোলাপ তুলে দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান লাভলী ।
Last Updated : May 13, 2021, 9:56 AM IST