বারুইপুর, 15 সেপ্টেম্বর : বারুইপুরের মল্লিকপুর গ্রামপঞ্চায়েত ও রেল স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা বারুইপুর পুলিশ স্টেশনের অন্তর্গত ৷ এই এলাকার বিশাল পরিধিকে মাথায় রেখে এবার নতুন একটি পুলিশ ক্যাম্প তৈরি হল বারুইপুরে ৷ মঙ্গলবার সন্ধ্যায় ওই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ যে অনুষ্ঠানে বারুইপুর জেলা পুলিশের পদস্থ আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷
মল্লিকপুর এলাকার আইনশৃঙ্খলা এবং সেখানকার জনসংখ্যা এবং স্থানীয় ব্যবসায়িক পরিধি বিচার করে রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছে একটি নতুন পুলিশ ক্যাম্প খোলার আর্জি জানিয়েছিল বারুইপুর পুলিশ প্রশাসন ৷ সেই আর্জি মতো সবদিক বিবেচনা করে নতুন পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে মল্লিকপুর এলাকায় ৷ এবার ওই অঞ্চলের আইনশৃঙ্খলার উপর পুলিশের নিয়ন্ত্রণ আরও মজবুত হবে বলে আশা করছে স্থানীয়রা ৷