কলকাতা, 23 ডিসেম্বর : এ বার সাগরমেলায় ব্যবহার হতে চলেছে নতুন তথ্যপ্রযুক্তি ৷ ইতিমধ্যে তৈরি করা হয়েছে নতুন অ্যাপ ৷ তীর্থযাত্রীদের পথের দিশা থেকে গুরুত্বপূর্ণ লাইভ ইনফর্মেশন সবই থাকছে অ্যাপে । আবার অনেকের মনে ইচ্ছে থাকলেও বিভিন্ন কারণে সাগরদ্বীপে পৌঁছতে পারেন না । ফলে হিন্দুদের কাছে অন্যতম পুণ্যতীর্থ কপিল মুনির আশ্রম অদেখাই থেকে যায় । সেই বিষয়টি মাথায় রেখে এবার কপিল মুনির আশ্রম এবং সংলগ্ন এলাকার প্রতিটি মুহূর্তের ছবি সরাসরি দেখা যাবে অ্যাপের মাধ্যমে । অ্যাপটির নাম দেওয়া হয়েছে “ই-দর্শন"। গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এই অ্যাপ ।
ঘরে বসে কপিলমুনির আশ্রম দর্শন, আসছে নতুন অ্যাপ "ই-দর্শন" - ই-দর্শন
তীর্থযাত্রীদের পথের দিশা থেকে গুরুত্বপূর্ণ লাইভ ইনফর্মেশন সবই থাকছে অ্যাপে । কপিল মুনির আশ্রম এবং সংলগ্ন এলাকার প্রতিটি মুহূর্তের ছবিও সরাসরি দেখা যাবে । এ'ছাড়া সাগরের জল যদি কেউ অর্ডার দিতে চান তাহলে তা তাঁর বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে । পাশাপাশি ইন্টারনেট সুবিধার জন্য থাকছে WIFI জ়োনও ।
নবান্ন সূত্রে জানা গেছে, এই অ্যাপে তীর্থযাত্রীদের জন্য থাকছে একাধিক সুযোগ-সুবিধা ৷ বিশেষ প্রযুক্তির সাহায্য নিয়ে এই অ্যাপে গাড়ি, ট্রেন, ভেসেল কোথা থেকে পাওয়া যাবে তার বিস্তারিত তথ্য দেওয়া হবে প্রতি মুহূর্তে । পাঁচটি ভাষায় পাওয়া যাবে সেই তথ্য । জোয়ার-ভাটার সময় নিয়েও লাইভ আপডেট দেওয়া হবে ৷ ভেসেল বন্ধ থাকার সময় জানা যাবে । পাশাপাশি সাগরের জল যদি কেউ অর্ডার দিতে চান পৌঁছে যাবে তাঁর বাড়ির ঠিকানায় । বাড়িতে বসেই পূণ্যভূমি সাগরে স্নান করতে পারবেন পুণ্যার্থীরা । এ'ছাড়া হাসপাতালের সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া থাকবে । কিংবা কেউ যদি হারিয়ে যান তাহলেও তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে ওই অ্যাপে । এমনকী যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তাদের কথাও ভেবেছে প্রশাসন । তার জন্য বাফার জ়োনগুলিতে বসানো হচ্ছে LED স্ক্রিন । যেখানে যেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি হবে, সেখানে একশোটি LED স্ক্রিন বসানো হচ্ছে । পরিকল্পনায় সহযোগিতা করছে সুন্দরবন পুলিশ সুপার এবং তাঁর টিম ।
যাতায়াতেরও সুবিধার কথা ভাবছে প্রশাসন । বাবুঘাট থেকে সাগর পর্যন্ত যাতায়াতের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রেখে তৈরি হচ্ছে পথদিশা । এক ক্লিকেই জানা যাবে গন্তব্যস্থানে কীভাবে যাবেন, কোথায় তার অবস্থান, সংশ্লিষ্ট এলাকা কোন থানার মধ্যে পড়ে এবং সংশ্লিষ্ট থানার ফোন নম্বর । পাশাপাশি সাগরে ইন্টারনেট সুবিধার জন্য WIFI জ়োন রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর ।