পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গলায় ছুরি ধরে যুবতিকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী - house wife

দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে এক যুবতিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ।

প্রতীকি ছবি

By

Published : Aug 21, 2019, 3:31 PM IST

বাসন্তী, 21 অগাস্ট : রাতে ঘরে ঢুকে এক যুবতিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্তের নাম তাপস মণ্ডল । দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ঘটনা । এই ঘটনার প্রতিবাদ করতে গেলে যুবতির স্বামী এবং ভাশুরও আক্রান্ত হয় ।

সোমবার রাত 2টো নাগাদ অভিযুক্ত যুবতির ঘরে ঢোকে । তারপর গলায় ছুরি ধরে জোর করে তাঁর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে । চিৎকার করলে মেরে ফেলারও হুমকি দেয় । পরে যুবতির চিৎকারে পরিবারের সবাই জেগে যায় । যুবতিকে বাঁচাতে তাঁর স্বামী ও ভাশুর গেলে তাঁরাও অভিযুক্তের কাছে আক্রান্ত হয় ।

যুবতির পরিবারের অভিযোগ, ঘটনার কথা জনপ্রতিনিধিদের জানিয়েও কোনও সুবিচার পায়নি তারা । অবশেষে আজ বাসন্তী থানায় অভিযোগ দায়ের করে ।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details