সোনারপুর, 24 ডিসেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে। আর তালিকা প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এই তালিকায় এবার নাম পাওয়া গেল তৃণমূল কাউন্সিলরের ৷ নাম কুহেলি ঘোষ। তিনি রাজপুর-সোনারপুর পৌরসভার (Rajpur-Sonarpur Municipality) 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্কুল সূত্রে খবর, 2018 সালে সোনারপুর থানার অন্তর্গত চৌহাটি হাইস্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন কুহেলী ঘোষ। ৷ তিনি ওবিসি-বি ক্যাটাগরিতে স্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছিলেন। এমনটাই দাবি করা হয়েছিল সেই সময়। আর তাঁরই নাম রয়েছে পর্ষদের দেওয়া ভুয়ো শিক্ষকের তালিকায়। তাঁর নাম ওই ভুয়ো শিক্ষকের তালিকায় থাকায় সরগমর রাজ্য-রাজনীতি (TMC Councilor of Rajpur Sonarpur Municipality in List of Fake Teachers) ৷ তবে ভুয়ো শিক্ষকের তালিকায় নাম উঠে আসায় বিপাকে পড়েছেন তৃণমূল কাউন্সিলর।