পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদ্যাধরপুর রেললাইনে আটকে গেল মিমির গাড়ি - mimi

আজ সকালে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী প্রচারে বেরোন। বিদ্যাধরপুর রেললাইনের উপর আটকে যায় তাঁর গাড়ি ।

আটকে যাওয়া গাড়ি

By

Published : Apr 23, 2019, 1:14 PM IST

Updated : Apr 23, 2019, 1:55 PM IST

বিদ্যাধরপুর, 23 এপ্রিল : বিদ্যাধরপুর রেললাইনের উপর আটকে গেল যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর গাড়ি । তিনি গাড়ি থেকে নেমে পড়েন। শেষ পর্যন্ত এলাকার বাসিন্দাদের চেষ্টায় গাড়িটিকে রেলগেট ক্রস করানো যায় । এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে সকাল নটার লেডিজ় স্পেশাল ট্রেন ।

দেখুন ভিডিয়ো

বিদ্যাধরপুরের এই রেলগেটে কোনও ক্রসিং নেই । যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে । সাধারণত এলাকার মানুষ ভ্যান বা পায়ে হেঁটেই যাতায়াত করেন । দীর্ঘদিন ধরেই এখানে রেলগেটের দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা ।

আজ মিমি চক্রবর্তী ছাড়াও প্রচারে গেছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখোপাধ্যায় ও সাংসদ শুভাশিস চক্রবর্তী । সকাল 8টা থেকে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচার করেন তৃণমূলের প্রার্থী ।

রেল পুলিশ জানায়, ঘটনার খবর জানানো হয়েছে । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।

Last Updated : Apr 23, 2019, 1:55 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details