সাগর, 4 মে : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল শ্রমিকের । সহকর্মীকে খুনের অভিযোগ উঠল আরেক সহকর্মীর বিরুদ্ধে । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে ঠিকা শ্রমিকের কাজে সাগরের ধসপাড়া মনসা মোড়ের বাসিন্দা সুব্রত হাজরা ও তাঁর বোন টুম্পা হাজরা চেন্নাই রওনা দেন । এছাড়া ওই এলাকার তিনজন প্রতিবেশী যুবক জগন্নাথ ঘড়াই, মধুমঙ্গল ও শংকর মণ্ডলও তাঁদের সঙ্গেই যান (Migrant labourer from Sagar South 24 Parganas allegedly murders co-worker in Chennai) ৷
জগন্নাথ ঘড়ুাই ঠিকা শ্রমিকের অপারেটরের কাজ করে । রবিবার রাতে মৃত শ্রমিক সুব্রতর বাড়িতে ফোন করে তাঁর বোন পরিবারকে জানায় দাদা জীবিত নেই । স্বাভাবিকভাবে এই ফোনে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা । এরপর মঙ্গলবার চেন্নাই থেকে সুব্রতর (20) মৃতদেহ নিয়ে বাড়িতে আসে তাঁর বোন টুম্পা হাজরা । এদিকে মৃতদেহ প্রাপকের নামের জায়গায় 'জগন্নাথ ঘড়াই'য়ের নাম লেখা রয়েছে ৷