সাগর, 9 জুন :ঘূর্ণিঝড় যশের ফলে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় বহু বাসিন্দা সব হারিয়ে এখন সরকারি সাহায্যের আশায় রয়েছেন ৷ নদীবাঁধের উপর ও ত্রাণশিবিরে কাটছে তাঁদের আতঙ্কের প্রহর ৷
সরকারি নির্দেশ অনুসারে দুর্গতদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । কোথাও বা ফ্লাড সেন্টার ও বিভিন্ন স্কুল এবং বহুতলে তাঁদের রাখার ব্যবস্থা করা হয় । যশের দাপট ততটা না দেখা গেলেও, ভরা কোটাল ও চন্দ্রগ্রহণের ফলে জলোচ্ছ্বাস অত্যধিক হওয়ায় নিঃস্ব হয়ে যায় সুন্দরবনের একাংশের মানুষ ৷ অনেককেই ভিটেমাটি হারাতে হয়েছে ৷
এমনই এক ছবি ধরা পড়েছে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর পারে বসবাসকারী কচুবেড়িয়ায় ৷ অত্যধিক জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের বেশকিছু পরিবারের ঘরবাড়ি । নদী বাঁধে আশ্রয় নিতে বাধ্য হয় বেশকিছু পরিবার । নিঃস্ব হয়ে পড়েই পরিবারগুলি কোনওক্রমে রয়েছেন ত্রাণশিবিরে ৷ সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে পরিবারগুলি । আবারও ভরা কোটাল সূর্য্যগ্রহণ থাকায় আতঙ্কে রয়েছে তারা ৷
আরও পড়ুন :মৌলানা আজাদ কালাম বিশ্ববিদ্যালয়ের কর্মীদের টিকাকরণের ব্যবস্থা সরকারের
নদী বাঁধ যদিও সরকারের তরফ থেকে কিছুটা মেরামত করা হয়েছে ৷ তাও যা অবস্থা তাতে নদীর জল আটকাবে না বলে আশঙ্কা করছেন কচুবেড়িয়ার গ্রামবাসীরা ৷