ক্যানিং, 29 এপ্রিল : ট্রেনের কামরায় উদ্ধার অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ । ঘটনাটি শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনের । ব্যক্তির পরিচয় জানা যায়নি ।
সোনারপুর-ক্যানিং লোকালে উদ্ধার ব্যক্তির দেহ - recover
সোনারপুর-ক্যানিং 4:10 এর ডাউন লোকাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ ।
আজ সকালে সোনারপুর-ক্যানিং 4:10 এর ডাউন লোকালে মৃতদেহটি লক্ষ্য করে যাত্রীরা । ক্যানিং স্টেশনে ট্রেন পৌঁছালে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় খুন বলে প্রাথমিক ধারণা করে রেল পুলিশ । কিভাবে মৃতদেহ ট্রেনের কামরায় এলো তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।
নিত্যযাত্রী সঞ্জয় রায় বলেন, "আজ সকালে ক্যানিং স্টেশনে 4:10 এর ডাউন ট্রেন এলে ট্রেনের কামরায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায় । রেল পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসকরা সেখানে মৃত বলে তাঁকে ঘোষণা করে । পরে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় ।" পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।