পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sundarbans River Erosion : সুন্দরবন বাঁচাতে বন বিভাগ ও স্বনির্ভর গোষ্ঠীর যৌথ উদ্যোগে শুরু চারা রোপণ - Sundarbans River Erosion

বৃষ্টি আর ঘূর্ণিঝড় ৷ সারাবছর এই দুইয়ের ভয়ে কাঁটা হয়ে থাকেন সুন্দরবনের মানুষজন ৷ একটা পূর্বাভাসেই ছড়ায় আতঙ্ক৷ মাত্র কয়েক মিনিটে তছনছ হয়ে যায় বসত বাড়ি ৷ তাই এবার বর্ষার অনেক আগে থেকেই কোমর বাঁধছেন ওরা ৷ বন বিভাগ ও নিজেদের তাগিদে সংসারের সমস্ত কাজ সেরে গাছ লাগাচ্ছেন সুন্দরবনের মহিলারা (Sundarbans River Erosion) ৷

Sundarbans
সুন্দরবন

By

Published : Apr 24, 2022, 2:44 PM IST

Updated : Apr 24, 2022, 7:07 PM IST

সুন্দরবন, 24 এপ্রিল : কথায় আছে 'নদীর ধারে বাস তার চিন্তা বারো মাস'। সুন্দরবন মানুষের জন্য এটাই যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে । প্রতিবছর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আঘাত হেনেছে সুন্দরবনের উপর (Sundarbans River Erosion) । তছনছ করে দিয়ে গিয়েছে সুন্দরবনবাসীর জীবন । সুন্দরবনের মানুষ উপলব্ধি করেছেন, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের মানুষের ঢাল হতে পারে একমাত্র ম্যানগ্রোভ । সুন্দরবনের মানুষকে জীবন-জীবিকা ধারণের জন্য অপরিসীম ভূমিকা রয়েছে এই ম্যানগ্রোভ বনভূমির ।

দিনের-পর-দিন প্রাকৃতিক বিপর্যয়ের তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বাদাবনে । সুন্দরবনের মানুষ দেখেছেন, আমফান থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াশ । সুন্দরবনের মানুষ দেখেছেন, একের পর এক ঘূর্ণিঝড় থেকে সুন্দরবনের মানুষকে আগলে রেখেছিল এই ম্যানগ্রোভ । সেই ম্যানগ্রোভ প্রায় ধ্বংসের মুখে । আগামী দিনের কথা ভেবে ম্যানগ্রোভ ও সুন্দরবন বাঁচাতে এবার উদ্যোগী হল সুন্দরবনের মহিলারা । সারাদিন সংসারের হেঁসেল ঠেলে এক ঘণ্টা করে নিজের শিশুর মতো লালন-পালন করে বড় করে তুলেছে সুন্দরী, গরান, গেঁওয়া, নারকেল, সুপারির মতো একাধিক চারাগাছ । আর এই চারা গাছ বড় হলে নিজেরাই সপ্তাহে একটি দিন ঠিক করে নদীর চড়ে গিয়ে রোপণ করে দিচ্ছেন গ্রামের মহিলারা । গ্রামের মহিলারা জানেন, সুন্দরবনের একাধিক অঞ্চলের নদীবাঁধের অবস্থা বেহাল ।

আরও পড়ুন :নদীর ভাঙন ঠেকাতে 40 হাজার ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ সুন্দরবন জেলা পুলিশের

সুন্দরবনের একাধিক জায়গায় রয়েছে মাটির নদীবাঁধ । সর্বগ্রাসী নদী একটু একটু করে গিলে খাচ্ছে সেইসব নদীবাঁধ । একটু ঝড়ো হাওয়াতে বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়ে যায় ফসল জমি । চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় মানুষকে ৷ সুন্দরবনের মহিলারা জানেন, এই মাটির নদীবাঁধ কীভাবে ভূমিক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হয় । বিভিন্ন নদীবাঁধ থেকে এলাকায় বনসৃজনের মাধ্যমে তা রোখার চেষ্টা করছেন বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন, রাজ্য সরকার ও বনদফতর । বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মহিলাদের নিপুণ হাতে তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভ চারা ।

সুন্দরবন বাঁচাতে বন বিভাগ ও স্বনির্ভর গোষ্ঠীর যৌথ উদ্যোগে শুরু চারা রোপণ

গ্রামের মহিলারা নিজের সংসারের কাজকর্ম সেরে কয়েক ঘণ্টার জন্য এসে নিজের শিশুর মতো লালন-পালন করে এই ম্যানগ্রোভ চারাগুলিকে । 30 থেকে 45 দিন পরে ওই ম্যানগ্রোভ চারাগুলিকে রোপণ করছেন মহিলারাই । সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এক মহিলা মনি কর্সি জানান, আমরা দেখেছি কীভাবে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়কে থেকে আমাদের রক্ষা করেছে সুন্দরবন । নিজে ধ্বংস হয়ে প্রাণ বাঁচিয়েছে বহু সুন্দরবন গ্রামবাসীদের । এবার সুন্দরবনকে বাঁচাতে উদ্যোগী হয়েছি আমরা ৷ সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব । তাই সংসারের যাবতীয় কাজ সেরে কয়েক ঘণ্টার জন্য এখানে এসে ম্যানগ্রোভ চারা গাছকে লালন পালন করি ।

আরও পড়ুন :Sundarbans Mangrove Crisis : সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ

আর এই চারা গাছ বড় হয়ে গেলে আমরা সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধ বনসৃজনের মধ্য দিয়ে রোপণ করে আসি । ম্যানগ্রোভ ছাড়া সুন্দরবনের বিভিন্ন মাটির নদী বাঁধ গুলিকে আগলে রাখে । এর ফলে ভূমিক্ষয় এর হাত থেকে রক্ষা পায় নদী বাঁধ । এই বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলার বনদপ্তরে আধিকারিক (ডিফও) মিলন মন্ডল জানান, গতবছর সুন্দরবনের বিভিন্ন মহিলাদের নিয়ে সুন্দরবনের বিস্তীর্ণ নদীর জুড়ে প্রায় 5 কোটি ম্যানগ্রোভ চারা গাছ রোপণ করা হয়েছে । এবছর ইতিমধ্যেই প্রায় 12.5 কোটি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে । আগামীতে আরও ম্যানগ্রোভ চারা লাগানো হবে । ম্যানগ্রোভ চারা লাগিয়ে নদী বাঁধের সবুজ পাঁচিল দেওয়ার কাজ চালানো হচ্ছে । এর ফলে নদী ও সমুদ্রের বড় বড় ঢেউ এর হাত থেকে ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করবে এই ম্যানগ্রোভ গাছ । আর কয়েক সপ্তাহ পরেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা । প্রবল বৃষ্টি সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট এখন নাওয়া খাওয়া ভুলে নিজেদের নদী বাঁধকে আগলে রাখতে মরিয়া সুন্দরবনের মহিলারা ।

আরও পড়ুন :World Mangrove Day : সুন্দরবনে পালিত হল বিশ্ব ম্যানগ্রোভ দিবস

Last Updated : Apr 24, 2022, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details