পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Rape : পাঁচবছর ধরে মেয়েকে ধর্ষণ ! স্বামীর কুকীর্তির কথা ফাঁস করলেন মহিলা - man arrested for allegedly raping daughter in south 24 parganas

স্ত্রী-কে অচৈতন্য করে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করত এক ব্যক্তি । প্রতিবাদ করলে মা-মেয়েকে খুনের হুমকিও দিত (Minor Girl Rape)।

Minor Girl Rape
নাবালিকা মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা

By

Published : Mar 9, 2022, 10:56 PM IST

ভাঙড়, 9 মার্চ :নিজের নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ ৷ প্রতিবাদ করলে মা-মেয়েকে দেওয়া হত প্রাণে মেরে দেওয়ার হুমকি ৷ চলত অত্যাচার ৷ টানা 5 বছর ধরে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাশিপুর থানা এলাকার ৷ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ (Minor Girl Rape) ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় কাশিপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা ও নির্যাতিতার মা । তাঁদের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ । অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে ধর্ষণ করত তার বাবা । নির্যাতিতা ও তার মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরেই তাদের উপর অত্যাচার চালাত তাঁর স্বামী । সেই অত্যাচার সহ্য করতে না পেরেই এদিন পুলিশের দারস্থ হন তাঁরা । এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । তাদের মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দিত ।

নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য জিরানগাছা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Police Arrestted Father) ।

আরও পড়ুন:Minor Girl Rape in Sagar : সাগরে নাবালিকাকে ধর্ষণে অধরা অভিযুক্ত, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details