পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতার বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ, আত্মঘাতী ব্যবসায়ী - ডায়মন্ডহারবার

ডায়মন্ডহারবারের উস্থিতে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । স্থানীয় এক তৃণমূল নেতার মানসিক অত্যাচারের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 7, 2019, 8:01 PM IST

Updated : Jul 7, 2019, 8:45 PM IST

ডায়মন্ডহারবার, 7 জুলাই : ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ডায়মন্ডহারবারের উস্থিতে । স্থানীয় এক তৃণমূল নেতার মানসিক অত্যাচারেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ । মৃতের নাম শেখর দাস(44) ।

কয়েকমাস আগে স্থানীয় তৃণমূল নেতা গৌতম মুখার্জির কাছ থেকে 19 লাখ টাকা ঋণ নেন শেখরবাবু । এরপর থেকে প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা সুদ দিতে হত তাঁকে । অভিযোগ, সুদ দেওয়া সত্ত্বেও চলতি বছরের 29 মে ওই ব্যবসায়ীর দোকানের সব জিনিস নিয়ে যায় ওই তৃণমূল নেতা । শুধু তাই নয়, দোকানে তালাও দিয়ে দেয়। এরপরও ঋণ শোধের জন্য চাপ দেওয়া বন্ধ হয়নি । সম্প্রতি একদিনের মধ্যে 1 লাখ টাকা দিতে হবে বলে চাপ দেয় বলে অভিযোগ । আর সেই চাপ সামলাতে না পেরেই নাকি আত্মঘাতী হন শেখরবাবু ।

শেখর দাসের স্ত্রীর বক্তব্য

আজ সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছ পুলিশ ।

এদিকে, অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

Last Updated : Jul 7, 2019, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details