ডায়মন্ডহারবার, 7 জুলাই : ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ডায়মন্ডহারবারের উস্থিতে । স্থানীয় এক তৃণমূল নেতার মানসিক অত্যাচারেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ । মৃতের নাম শেখর দাস(44) ।
কয়েকমাস আগে স্থানীয় তৃণমূল নেতা গৌতম মুখার্জির কাছ থেকে 19 লাখ টাকা ঋণ নেন শেখরবাবু । এরপর থেকে প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা সুদ দিতে হত তাঁকে । অভিযোগ, সুদ দেওয়া সত্ত্বেও চলতি বছরের 29 মে ওই ব্যবসায়ীর দোকানের সব জিনিস নিয়ে যায় ওই তৃণমূল নেতা । শুধু তাই নয়, দোকানে তালাও দিয়ে দেয়। এরপরও ঋণ শোধের জন্য চাপ দেওয়া বন্ধ হয়নি । সম্প্রতি একদিনের মধ্যে 1 লাখ টাকা দিতে হবে বলে চাপ দেয় বলে অভিযোগ । আর সেই চাপ সামলাতে না পেরেই নাকি আত্মঘাতী হন শেখরবাবু ।