গোসাবা, 16 জুন : ঘূর্ণিঝড় যশে কার্যত তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের গোসাবা । ঘূর্ণিঝড় যশের জলস্ফীতির কারণে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে গোসাবায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে প্রশাসন ও বহু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো । এবার গোসাবার দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ।
আজ গোসাবার যশ কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । গোসাবার মানুষ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি । বিধায়ককে সামনে পেয়ে গোসাবার মানুষেরা কংক্রিটের নদী বাঁধের দাবি জানিয়েছেন ৷ গ্রামবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে এর আবেদন জানিয়েও কোনরকম কাজ হয়নি ৷ কেটে গিয়েছে যশ। ঘূর্ণিঝড়ে নদীর রুদ্ররূপ দেখেছেন গ্রামবাসীরা । দেখেছেন কীভাবে খড়কুটোর মতো ভেসে গিয়েছে নিজেদের শেষ সম্বল টুকু ।